শুরু হল ৮ কেন্দ্রীয় বাহিনীতে ৫৪,৯৫৩ পদের জন্য রেজিস্ট্রেশন

1105
2
SSC, SSC Constable, SSC GD constable exam,

স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে ৮ কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে ৫৪,৯৫৩ জন কনস্টেবল নিয়োগের জন্য অনলাইন রেজিস্ট্রেশন ও আবেদন নতুন ওয়েবসাইটে শুরু হয়েছিল গত ২৫ জুলাই, কিন্তু ওই প্রক্রিয়ায় হঠাৎ করে অত্যধিক চাপ বেড়ে যাওয়ায় সার্ভারের গতি মন্থর হয়ে পড়ে। ফলত কমিশন ওয়েবসাইটের প্রয়োজনীয় মেরামত ও ক্ষমতা বাড়ানোর জন্য আবেদনকারীদের রেজিস্ট্রেশন ও আবেদন প্রক্রিয়া ২৮ জুলাই থেকে ২০ দিন পর্যন্ত সাময়িকভাবে বন্ধ রাখে। বলা হয়, ১৭ আগস্ট সকাল ১০টা থেকে আবার শুরু হবে রেজিস্ট্রেশন ও আবেদন। জানানো হয়, আবেদনের শেষ তারিখও বাড়িয়ে ১৭ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত করা হবে। সেখবর আমরা এই পোর্টালে জানিয়ে দিয়েছি (https://jibikadishari.co.in/?p=6806)। ইতিমধ্যে কমিশন রেজিস্ট্রেশনের ব্যবস্থা আবার চালু করেছে ১৪ আগস্ট থেকে, www.ssc.nic.in ওয়েবসাইটে। কিন্তু আবেদন আবেদন করা যাবে পূর্বঘোষণা মতো ১৭ আগস্ট সকাল ১০ থেকে। তাই যাঁদের রেজিস্ট্রেশন হয়ে গেছে তাঁরা আবেদন করতে পারবেন আগামী কাল ১৭ আগস্ট থেকেই, যাঁরা রেজিস্ট্রেশন করেননি তাঁরা আগে রেজিস্ট্রেশন করে তার পরেই আবেদন করতে পারবেন। কীভাবে রেজিস্ট্রেশন করা যাবে সেবিষয়েও আমরাও সবিস্তারে আলোচনা করেছি, দেখে নিতে পারেন (লিঙ্ক: https://jibikadishari.co.in/?p=6634)।

স্টাফ সিলেকশন কমিশনের রেজিস্ট্রেশন ও আবেদন চালু হওয়া সংক্রান্ত বিজ্ঞপ্তি (No: 3/2/2017–P&P-I) দেখা যাবে এই লিঙ্কে: https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/constable_eng_14082018.pdf