সংখ্যালঘু দপ্তরের রিকভারি এজেন্ট নিয়োগ

870
0

ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ফিন্যান্স কর্পোরেশনের মাধ্যমে চুক্তির ভিত্তিতে রিকভারি এজেন্ট (সরকারি চাকরি নয় ) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর– MDC/Reco/Eng/RA-14

শূন্যপদ: হাওড়া ১, দক্ষিণ ২৪ পরগনা ১, নদিয়া ১।

যোগ্যতা: উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ, এমএস অফিস সহ কম্পিউটার জ্ঞান থাকতে হবে। ১ জানুয়ারি, ২০১৯ অনুযায়ী বয়স হতে হবে ২০ থেকে ৪০-এর মধ্যে। আবেদনকারীকে সংখ্যালঘু সম্প্রদায়ের হতে হবে।

ইন্টারভিউ: উক্ত পদের জন্য আগামী ৩০ সেপ্টেম্বর সকাল ১০টা  থেকে সরাসরি ইন্টারভিউ গ্রহণ করা হবে। ইন্টারভিউ স্থল West Bengal Minorities Development & Finance Corporation, DD-27/E, Salt Lake, Kolkata-700064.

ইন্টারভিউয়ের দিন প্রাথীদের বায়োডেটা, সমস্ত প্রয়োজনীয় নথি, একটি ফটো আইডেন্টিটি কার্ড, ২টি পাসপোর্ট সাইজ ছবি নিয়ে যেতে হবে।

নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখা যাবে এই লিঙ্কে: http://www.wbmdfc.org/Editor/uploaded/file/haji1213/Notice%20for%20Engagement.pdf

বায়োডেটার বয়ান ডাউনলোড করতে হবে এই লঙ্ক থেকে: http://www.wbmdfc.org/Editor/uploaded/file/haji1213/Bio%20Data%20(1).pdf