Site icon জীবিকা দিশারী

সরকারি চাকরির প্রস্তুতিতে জেনারেল নলেজ মাল্টিপল চয়েস প্রশ্নোত্তর

Current Affairs 24th November

করোনা ভাইরাসের সংক্রমণে দেশজুড়ে চলছে লকডাউন৷ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ায় পড়ুয়াদের ঘরে বসেই প্রস্তুতি নিতে হচ্ছে, বেশ কিছু সরকারি ও বেসরকারি অফিসগুলিতেও বাড়ি থেকেই কাজ চলছে৷ লকডাউন চলাকালীন বেশ কিছু সরকারি চাকরির পরীক্ষা ও ইন্টারভিউয়ের তারিখ স্থগিত রাখা হয়েছে৷ এই পরিস্থিতিতে বাড়িতে বসেই সরকারি চাকরির প্রস্তুতি চালিয়ে যেতে হবে, প্রস্তুতির সুবিধার্থে আমাদের পোর্টালে কিছু জেনারেল নলেজের প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হচ্ছে৷

 

১৷ কে প্রথম মহাশূন্যে হেঁটেছিলেন (১৯৬৫)?

ক. ইউরি গ্যাগারিন

খ. ভ্যালেন্টিনা টেরেসকোভা

গ. জন প্লেন

ঘ. অ্যালেক্সি লিওনভ

২৷ নিম্নলিখিত কোনটি পৃথিবীর উচ্চতম পর্বত শ্রেণি?

ক. আন্দিজ

খ. হিমালয়

গ. রকি

ঘ. ইউরাল

৩৷ “আঙ্কেল টম’স কেবিন” বইটির রচয়িতা কে?

ক. আপটন সিনক্লেয়ার

খ. ডাবলু এস মম

গ. এইচ বি স্টাউ

ঘ. জর্জ এলিয়ট

৪৷ “মেঘে ঢাকা তারা” চলচ্চিত্রটির পরিচালক কে?

ক. সত্যজিৎ রায়

খ. বিমল রায়

গ. মৃণাল সেন

ঘ. ঋত্বিক ঘটক

৫৷ কে নিত্য ও বিভিন্ন কলা চর্চার কেন্দ্র “কলা ক্ষেত্রম” প্রতিষ্ঠা করেছিলেন?

ক. বিরজু মহারাজ

খ. সোনাল মান সিং

গ. রুক্মিনী দেবী

ঘ. সুতাপা তালুকদার

৬৷ বিহু ভারতবর্ষের কোন রাজ্যের বিশেষ উৎসব?

ক. মেঘালয়

খ. অসম

গ. পশ্চিমবঙ্গ

ঘ. কেরালা

৭৷ ম্যাক্সিম গোর্কি ছিলেন …….

ক. ইতালীয় কবি

খ. ইংরেজ রাজনৈতিক নেতা

গ. রুশ দেশীয় ঔপন্যাসিক

ঘ. আইরিশ বিপ্লবী

৮৷ নিম্নলিখিত কোন দেশটিকে শ্বেতহস্তির দেশ বলা হয়?

ক. ভারতবর্ষ

খ. আফ্রিকা

গ. শ্রীলঙ্কা

ঘ. থাইল্যান্ড

৯৷ এসএমএস শব্দটি এখন খুব জনপ্রিয়, এই কথাটি কী অর্থে ব্যবহার করা হয়?

ক. শর্ট মোবাইল সার্ভিস

খ. শর্ট মেসেজ সার্ভিস

গ. শর্ট মেল সার্ভিস

ঘ. ওপরের কোনোটিই নয়

১০৷ নিম্নলিখিত কোন মৌলিক অধিকারকে ড. বি আর আম্বেদকর “সংবিধানের হৃদয় ও আত্মা” বলে বর্ণনা করেছেন?

ক. সাম্যের অধিকার

খ. ধর্মের অধিকার

গ. সাংবিধানিক প্রতিবিধানের অধিকার

ঘ. এগুলির কোনোটিই নয়

১১৷ নিম্নলিখিত কোনটি জলবাহিত রোগ?

ক. হেপাটাইটিস এ

খ. হেপাটাইটিস বি

গ. হেপাটাইটিস সি

ঘ. এর কোনোটি নয়

১২৷ দক্ষিণ ভারতের শস্যাগার কোন অঞ্চলকে বলা হয়?

ক. কোয়েম্বাটোর

খ. তিরুচিরাপল্লি

গ. থাঞ্জাভুর

ঘ. তিরুবনন্তপুরম

১৩৷ কোন নদীর তীরে শ্রীনগর অবস্থিত?

ক. সিন্ধু

খ. ঝিলম

গ. চেনুল

ঘ. ইরাবতী

১৪৷ দিল্লির কোন সুলতান নিজেই নিজেকে “সিকন্দর-ই-সানি” উপাধি প্রদান করেছিলেন?

ক. আলাউদ্দিন খলজি

খ. মহম্মদ বিন তুঘলক

গ. সিকন্দর লোদী

ঘ. খিজির খান

১৫৷ এদের মধ্যে কোন ইংরেজ লেখকের মুম্বইয়ের জন্মভিটে তাঁর স্মারক সংগ্রহশালায় পরিণত করা হয়েছে?

ক. রুডিয়ার্ড কিপলিং

খ. রবার্ট ব্রাউনিং

গ. জিম কর্বেট

ঘ. উইলিয়াম ব্লেক

 

উত্তর

১. ঘ     ২. খ     ৩. গ      ৪. ঘ     ৫. গ     ৬. খ     ৭. গ     ৮. ঘ      ৯. খ      ১০. গ     ১১. ক     ১২. গ     ১৩. খ     ১৪. ক     ১৫. ক

Exit mobile version