সরকারি চাকরির প্রস্তুতিতে জেনারেল নলেজ মাল্টিপল চয়েস প্রশ্নোত্তর সেট-২

1972
0
wbjee admit card 2023 released

করোনা ভাইরাসের সংক্রমণে দেশজুড়ে চলছে লকডাউন৷ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ায় পড়ুয়াদের ঘরে বসেই প্রস্তুতি নিতে হচ্ছে, বেশ কিছু সরকারি ও বেসরকারি অফিসেও বাড়ি থেকেই কাজ চলছে৷ লকডাউন চলাকালীন বেশ কিছু সরকারি চাকরির পরীক্ষা ও ইন্টারভিউয়ের তারিখ স্থগিত রাখা হয়েছে৷ এই পরিস্থিতিতে বাড়িতে বসেই সরকারি চাকরির প্রস্তুতি চালিয়ে যেতে হবে, প্রস্তুতির সুবিধার্থে আমাদের পোর্টালে কিছু জেনারেল নলেজের প্রশ্নোত্তর ধারাবাহিক ভাবে দেওয়া হচ্ছে৷

 

১৷ কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম কোথায় অবস্থিত?

ক. কলকাতা

খ. দার্জিলিং

গ. কোচবিহার

ঘ. উত্তর দিনাজপুর

 

২৷ বিশ্বের প্রথম মহিলা প্রধানমনন্ত্রী কে ছিলেন?

ক. সিরিমাভো বন্দরনায়েকে

খ. খালেদা জিয়া

গ. বেনজির ভুট্টো

ঘ. ইন্দিরা গান্ধী

 

৩৷ ছত্তিশগড় রাজ্য তৈরি হয়েছে কোন রাজ্য ভেঙে?

ক. উত্তরপ্রদেশ

খ. বিহার

গ. মধ্যপ্রদেশ

ঘ. ওড়িশা

 

৪৷ ভারতে জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয়?

ক. ২৮ মার্চ

খ. ২৮ আগস্ট

গ. ২৮ ফেব্রুয়ারি

ঘ. ২২৮ জুলাই

 

৫৷ বিশ্ব ভোক্তা অধিকার দিবসটি কোন তারিখে পালন করা হয়?

ক. ১৫ মার্চ

খ. ১৯ মার্চ

গ. ১৬ মার্চ

ঘ. ১৩ মার্চ

 

৬৷ কোন গ্রিক দূত চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় আসেন?

ক. আলেকজান্ডার

খ. সেলুকাস

গ. মেগাস্থিনিস

ঘ. জাস্টিন

 

৭৷ ভিনিগারের আসল নাম কী?

ক. অ্যাসেটিক অ্যাসিড

খ. ফার্মিক অ্যাসিড

গ. সাইট্রিক অ্যাসিড

ঘ. এর কোনোটি সঠিক নয়

 

৮৷ ইউরেনিয়ামের তেজস্ক্রিয় বিকিরণের ফলে উৎপন্ন অন্তিম যৌগটি কী?

ক. রেডিয়াম

খ. পোলোনিয়াম

গ. লেড

ঘ. থোরিয়াম

 

৯৷ মেসোপটেমিয়ার বর্তমান নাম কী?

ক. ইরান

খ. ইরাক

গ. মিশর

ঘ. তুরস্ক

 

১০৷ আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন?

ক. বিদ্যাসাগর

খ. রামমোহন রায়

গ. শিবনাথ শাস্ত্রী

ঘ. কেশবচন্দ্র সেন

 

১১৷ কোন বংশের রাজত্বের সময়ে মহাবলীপুরম প্রতিষ্ঠিত হয়?

ক. পল্লব

খ. চোল

গ. পান্ডা

ঘ. চালুক্য

 

১২৷ কলকাতার হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন?

ক. হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও

খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

গ. কেশব চন্দ্র সেন

ঘ. রাজা রামমোহন রায়

 

১৩৷ কোন দেশের সর্বোচ্চ বিচারালয়কে আইন সভার তৃতীয় কক্ষ বলা হয়?

ক. ব্রিটেন

খ. মার্কিন যুক্তরাষ্ট্র

গ. ভারত

ঘ. এর কোনোটি সঠিকক নয়

 

১৪৷ কত সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়?

ক. ১৯০৫ সালে

খ. ১৯১১ সালে

গ. ১৯১২ সালে

ঘ. ১৯১৫ সালে

 

১৫৷ অশোকের শিলালেখতে কোন লিপির ব্যবহার রয়েছে?

ক. ব্রাহ্মী

খ. দেবনাগরী

গ. গুরুমুখী

ঘ. সংস্কৃত

 

১৬৷বায়ুমণ্ডলের কোন গ্যাসটি সূর্যলোকের ক্ষতিকর অতিবেগুনি রশ্মিকে প্রতিহত করে, এবং জীবকুলকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে?

ক. হিলিয়াম

খ. অক্সিজেন

গ. ওজোন

ঘ. মিথেন

 

১৭৷ লিফট কে আবিষ্কার করেন?

ক. ইলিশা গ্রাভস ওটিস

খ. হেনরি ওটিস

গ. জন বেয়ার্ড

ঘ. টলেমি

 

১৮৷ শিবসমুদ্র জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত?

ক. কাবেরী

খ. সুবর্ণরেখা

গ. শরাবর্তী

ঘ. এর কোনোটি সঠিক নয়

 

১৯৷ ভারতের “মার্টিন লুথার” কাকে ববলা হয়?

ক. রাজা রামমোহন রায়

খ. দয়ানন্দ সরস্বতী

গ. দাদাভাই নৌরজী

ঘ. সর্দার বল্লভভাই প্যাটেল

 

২০৷ দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপক প্রথম ব্যক্তি কে ছিলেন?

ক. পৃথ্বীরাজ কাপুর

খ. সত্যজিৎ রায়

গ. দেবিকা রানী

ঘ. বিনোদ খান্না

 

উত্তর

১. ঘ      ২. ক      ৩. গ      ৪. গ      ৫. ক      ৬. গ      ৭. ক      ৮. গ      ৯. খ      ১০. খ      ১১. ক      ১২. ঘ      ১৩. খ      ১৪. খ       ১৫. ক      ১৬. গ      ১৭. ক      ১৮. ক     ১৯. খ     ২০.গ

 

প্রশ্নোত্তর সেট ১-এর লিঙ্ক:  https://jibikadishari.co.in/?p=15334