সরকারি চাকরির প্রস্তুতিতে জেনারেল নলেজ মাল্টিপল চয়েস প্রশ্নোত্তর সেট-৩

schedule
2020-04-26 | 06:21h
update
2020-04-26 | 06:21h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

করোনা ভাইরাসের সংক্রমণে দেশজুড়ে চলছে লকডাউন৷ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ায় পড়ুয়াদের ঘরে বসেই প্রস্তুতি নিতে হচ্ছে, বেশ কিছু সরকারি ও বেসরকারি অফিসেও বাড়ি থেকেই কাজ চলছে৷ লকডাউন চলাকালীন বেশ কিছু সরকারি চাকরির পরীক্ষা ও ইন্টারভিউয়ের তারিখ স্থগিত রাখা হয়েছে৷ এই পরিস্থিতিতে বাড়িতে বসেই সরকারি চাকরির প্রস্তুতি চালিয়ে যেতে হবে, প্রস্তুতির সুবিধার্থে আমাদের পোর্টালে কিছু জেনারেল নলেজের প্রশ্নোত্তর ধারাবাহিক ভাবে দেওয়া হচ্ছে৷

১৷ নিম্নলিখিত কোনটি ভারতের দীর্ঘতম হিমবাহ?

ক. সিয়াচেন

খ. জেমু

গ. কোলহাই

ঘ. পিণ্ডারী

২৷ ভারতের রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি দুজনেই যদি দেশের বাইরে চলে যান তখন কে কার্যভার গ্রহণ করেন?

ক. প্রধানমন্ত্রী

খ. রাজ্যপাল

গ. সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি

ঘ. এর কোনোটি সঠিক নয়

৩৷ লাঠমার হোলি কোথায় পালন করা হয়?

ক. শান্তিনিকেতন

খ. মথুরা

গ. বারাণসী

ঘ. মুম্বই

৪৷ মানুষের কথা বলার সময় যে শব্দ হয়, তার কম্পাঙ্ক কত?

ক. সেকেন্ডে ৯০ থেকে ১৫০০০

Advertisement

খ. সেকেন্ডে ৯০ থেকে ১৩০০০

গ. সেকেন্ডে ৭০ থেকে ১৩০০০

ঘ. সেকেন্ডে ২০ থেকে ১৩০০০

৫৷ ভারতের কোন শহর বিজ্ঞাননগরী নামে পরিচিত?

ক. হায়দরাবাদ

খ. বেঙ্গালুরু

গ. কলকাতা

ঘ. পুণে

৬৷ মানব শরীরে নিম্নলিখিত কোন মৌলটি বেশি পাওয়া যায়?

ক. হাইড্রোজেন

খ. অক্সিজেন

গ. নাইট্রোজেন

ঘ. কার্বন

৭৷ কমনওয়েলথ গেমস কত বছর অন্তর হয়?

ক. এক বছর

খ. দুবছর

গ. তিন বছর

ঘ. চার বছর

৮৷ নিম্নলিখিত কোন আন্দোলনটি ব্যর্থ হওয়ার পর স্বরাজ দল গঠিত হয়েছিল?

ক. চম্পারণ সত্যাগ্রহ

খ. অসহযোগ আন্দোলন

গ. আইন অমান্য আন্দোলন

ঘ. ভারত ছাড়ো আন্দোলন

৯৷ “দাক্ষিণাত্যের কাশী” বলা হয় কোন শহরকে?

ক. মাদুরাই

খ. পাটনা

গ. লক্ষ্ণৌ

ঘ. ইন্দোর

১০৷ একটি মাত্র কম্পাঙ্ক বিশিষ্ট সুরযুক্ত শব্দকে কী বলে?

ক. সুর

খ. স্বর

গ. উপসুর

ঘ. এর কোনোটি সঠিক নয়

১১৷ স্ট্যাচু অব লিবার্টি নিম্নলিখিত কোন শহরে অবস্থিত?

ক. ওয়াশিংটন

খ. লন্ডন

গ. রোম

ঘ. নিউ ইয়র্ক

১২৷ নিম্নলিখিত কোন পদার্থটি খোলা অবস্থায় সরাসরি বাষ্পে পরিণত হয়?

ক. তুঁতে

খ. কর্পূর

গ. ফিটকিরি

ঘ. লবণ

১৩৷ কোন দিনটি জাতীয় প্রযুক্তি দিবস হিসেবে পালিত হয়?

ক. ১১ মার্চ

খ. ১১ ফেব্রুয়ারি

গ. ১১ এপ্রিল

ঘ. ১১ মে

১৪৷ রাউরকেল্লা ইস্পাত কেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত?

ক. ভিমা

খ. ব্রাহ্মণী

গ. ভদ্রা

ঘ. দামোদর

১৫৷ সংবিধানের কোন ধারায় রাজ্যপালকে রাজ্যের শাসনবিভাগীয় ক্ষমতা দেওয়া হয়েছে?

ক. ১৫৬ ধারায়

খ. ১৫৫ ধারায়

গ. ১৫৪ ধারায়

ঘ. ১৫৩ ধারায়

১৬৷ পার্লামেন্টে কার সম্মতি ছাড়া কোনো অর্থ বিল পেশ করা যায় না?

ক. প্রধানমন্ত্রী

খ. লোকসভার অধ্যক্ষ

গ. রাষ্ট্রপতি

ঘ. অর্থমন্ত্রী

১৭৷ ভলিবল খেলা প্রথম কোন দেশ সূচনা করে?

ক. ইংল্যান্ড

খ. ভারত

গ. চিন

ঘ. আমেরিকা

১৮৷ নিম্নলিখিত কোন উৎসবটি বিহারে পালন করা হয়?

ক. ছটপুজো

খ. গাজন

গ. দুর্গাপুজো

ঘ. এর কোনোটি সঠিক নয়

১৯৷ ভারতীয় সংবিধান অনুযায়ী দেশের প্রথম নাগরিক কে?

ক. প্রধানমন্ত্রী

খ. রাষ্ট্রপতি

গ. উপরাষ্ট্রপতি

ঘ. লোকসসভার অধ্যক্ষ

২০৷ ভারতের কোন রাজ্যের দুটি রাজধানী?

ক. হিমাচল প্রদেশ

খ. বিহার

গ. উত্তরপ্রদেশ

ঘ. জম্মু ও কাশ্মীর

 

উত্তর

১.ক     ২. গ     ৩. খ     ৪. খ     ৫. খ     ৬. খ     ৭. ঘ     ৮. খ     ৯. ক     ১০. ক     ১১. ঘ     ১২. খ     ১৩. ঘ     ১৪. খ     ১৫. গ       ১৬. গ     ১৭. ঘ     ১৮. ক     ১৯. খ     ২০. ঘ

 

প্রশ্নোত্তর সেট ১-এর লিঙ্ক: https://jibikadishari.co.in/?p=15334AMP

প্রশ্নোত্তর সেট ২-এর লিঙ্ক:  https://jibikadishari.co.in/?p=15366AMP

 

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
01.05.2024 - 06:05:05
Privacy-Data & cookie usage: