সশস্ত্র সীমাবলে ১৫০ খেলোয়াড়

898
0

সশস্ত্র সীমাবলে স্পোর্টস কোটায় ১৫০ জন কনস্টেবল (জেনারেল ডিউটি) গ্রুপ সি নিয়োগ করা হবে। নিচের যোগ্যতার যে-কোনো ভারতীয় পুরুষ ও মহিলারা আবেদন করতে পারবেন। এই নিয়োগ বিজ্ঞপ্তির ফাইল নম্বর: 341/RC/SSB/CT(GD)SO/2018.

যে সমস্ত খেলা থেকে নেওয়া হবে সেগুলি হল: ফুটবল (গোলকিপার, ফরওয়ার্ড)। বাস্কেটবল (ফিডার, পিভট, ফরওয়ার্ড)। হকি (ডিফেন্ডার, ফরওয়ার্ড, গোলকিপার)। শ্যুটিং (রাইফেল, পিস্তল)। আর্চারি (রিকার্ভ, কম্পাউন্ড, ইন্ডিয়ান)। অ্যাথলেটিক্স (২০০ মিটার, ৪০০ মিটার, ৮০০ মিটার, ১৫০০ মিটার, ১০০০০ মিটার, ২০ কিমি হাঁটা, ৩ কিমি স্টেপল চেজ, ম্যারাথন, লং জাম্প, হাই জাম্প, ট্রিপল জাম্প, পোল ভল্ট, ডিসকাস, শট পুট, হ্যামার, জ্যাভলিন, ডেকাথলন)। জিমন্যাস্টিক (অল রাউন্ডার, আর্টিস্টিক)। রেসলিং (ফ্রি স্টাইল ৫০ কেজি/ ৫৩ কেজি/ ৫৫ কেজি/ ৫৭ কেজি/ ৫৯ কেজি/ ৬২ কেজি/ ৬৫ কেজি/ ৬৮ কেজি/ ৭০ কেজি/ ৭২ কেজি/ ৭৪ কেজি/ ৭৬ কেজি/ ৭৯ কেজি/ ৮৬ কেজি, গ্রিকো রোমান ৬৪ কেজি/ ৭৭ কেজি/ ৮২ কেজি/ ৮৭ কেজি/ ৯৭ কেজি/ ১৩০ কেজি)। বক্সিং (৫২-৫৬ কেজি, ৫৬-৬০ কেজি, ৬০-৬৪ কেজি, ৬৯-৭৫ কেজি, ৭৫-৮১ কেজি)। জুডো (৬০ কেজি, ৭০ কেজি, ৭৮ কেজি, প্লাস ৭৮ কেজি, ৯০ কেজি, ১০০ কেজি, প্লাস ১০০ কেজি)। ওয়েট লিফ্টিং (৫৫ কেজি, ৬২ কেজি, ৭৩ কেজি, ১০৫ কেজি)। বডি বিল্ডিং (বডি বিল্টিং)। সাইক্লিং (ফিল্ড, ট্র্যাক)। ইকোয়েস্ট্রিয়ান (অল রাউন্ডার)। ব্যাডমিন্টন (ব্যাডমিন্টন)। তায়েক্বন্ডো (আন্ডার ৫৭ কেজি/ ৬২ কেজি/ ৬৭ কেজি/ ৭৩ কজি/ ৭৪ কেজি/ ৮০ কেজি/ ৮৭ কেজি, ওভার ৮৭ কেজি)। স্যুইমিং-অ্যাকোয়াটিক্স (৫০ মিটার ও ১০০ মিটার ফ্রি স্টাইল, ২০০ মিটার ও ৪০০ মিটার ফ্রি স্টাইল, ৮০০ মিটার ও ১৫০০ মিটার ফ্রি স্টাইল, ৫০/ ১০০/ ২০০ মিটার ব্যাক স্ট্রোক, ৫০/ ১০০/ ২০০ মিটার বাটারফ্লাই)।

বেতনক্রম: ২১৭০০-৬৯১০০ টাকা।

যোগ্যতা: ম্যাট্রিকুলেশন বা সমতুল। ক্রীড়াগত যোগ্যতা: আন্তর্জাতিক খেলায় দেশের হয়ে প্রতিনিধিত্ব বা শেষ অলিম্পিক, বিশ্বকাপ বা এশিয়ান গেমসে অংশগ্রহণ বা জাতীয় স্তরের পোর্স্টস টুর্নামেন্টে মেডেল জয়।

বয়সসীমা: বয়স হতে হবে ১৮-২৩ বছরের মধ্যে।

আবেদনের ফি: ১০০ টাকা। নেট ব্যাঙ্কিং/ ক্রেডিট কার্ড/ ডেবিট কার্ড/ চালানের মাধ্যমে ফি দিতে হবে। তপশিলি জাতি/ উপজাতি, প্রাক্তন সেনাকর্মী ও মহিলা প্রার্থীদের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: www.ssbrectt.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ১১ আগস্ট ২০১৯ পর্যন্ত। উত্তর-পূর্বাঞ্চলের পার্বত্যাঞ্চল, আন্দামান-নিকোবর ইত্যাদি দূরের প্রার্থীদের জন্য দরখাস্ত গ্রহণের শেষ তারিখ ১৮ আগস্ট। প্রয়োজনীয় প্রমাণপত্রাদি ও অন্যান্য নিয়মকানুন ইত্যাদি প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটে।