সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্কে ৯ আইনজীবী

1154
0
PO recruitment

সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্কে ৯ জন প্রবেশনারি লিগাল অফিসার স্কেল ওয়ান নিয়োগ করা হবে। নিচের যোগ্যতার যে-কোনো ভারতীয়রা আবেদন করতে পারবেন।

যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে পাঁচ/ তিন বছরের নিয়মিত কোর্সে এলএলবি পাশ। দশম ও দ্বাদশ শ্রেণিতে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে পাশ করে থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ৩১ ডিসেম্বর ২০১৭ তারিখের মধ্যে। বার কাউন্সিল বা অন্য কোনো ব্যাঙ্ক বা এফআইএসে লিগ্যাল অফিসার হিসেবে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার। বাছাই প্রার্থীদের দু বছরের প্রবেশন পিরিয়ড থাকবে।

বয়সসীমা: ৩১ ডিসেম্বর ২০১৭ তারিখের হিসেবে বয়স হতে হবে ২৮ বছরের কম। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

বেতনক্রম: মূল বেতনক্রম ২৩৭০০-৪২০২০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা।

প্রার্থী বাছাই পদ্ধতি: অনলাইন পরীক্ষা ও পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। অনলইন পরীক্ষায় দুটি পার্ট থাকবে। পার্ট এ-তে অবজেক্টিভ টাইপের প্রশ্ন থাকবে লিগ্যাল অ্যাসপেক্টস অব ব্যাঙ্কিং (৪০টি প্রশ্ন, ৪০ নম্বর), রিজনিং (১৫টি প্রশ্ন, ১৫ নম্বর), জেনারেল/ ইকোনমি/ ব্যাঙ্কিং অ্যাওয়্যারনেস (১৫টি প্রশ্ন, ১৫ নম্বর), ইংলিশ ল্যাঙ্গুয়েজ (১৫টি প্রশ্ন, ১৫ নম্বর), ডেটা অ্যানালিসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন (১৫টি প্রশ্ন, ১৫ নম্বর)। মোট ১০০ নম্বরের পরীক্ষা, সময় ১ ঘণ্টা ৩০ মিনিট।

পার্ট বি-তে লিগ্যাল কেস স্টাডির ওপর ডেসক্রিপটিভ প্রশ্ন (৪টি প্রশ্ন, ১০০ নম্বর)। সময় ৬০ মিনিট।

অনলাইন পরীক্ষাকেন্দ্র: কলকাতা, মুম্বই-বৃহত্তর মুম্বই, দিল্লি এনসিআর, বেঙ্গালুরু, কোচি, চেন্নাই, হায়দরাবাদ।

আবেদনের ফি: ৮০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতিদের ক্ষেত্রে ২০০ টাকা। ডেবিট কার্ড (রুপে/ ভিসা/ মাস্টার কার্ড/ ম্যাস্ট্রো), ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, আইএমপিএস, ক্যাশ কার্ড, মোবাইল ওয়ালেটের মাধ্যমে ফি দেওয়া যাবে। ট্র্যানজ্যাকশন সম্পূর্ণ হলে একটি ই-রিসিট পাওয়া যাবে, ই-রিসিটের প্রিন্ট-আউট নিয়ে রাখতে হবে।

আবেদনের পদ্ধতি: www.southindianbank.com ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও ফোন নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করার আগে ছবি ও স্বাক্ষর স্ক্যান করে রাখতে হবে, নির্দিষ্ট স্থানে আপলোড করার জন্য। সম্প্রতি তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি হতে হবে, ডাইমেনশন ২০০×২৩০ পিক্সেল (বাঞ্ছনীয়ত), মাপ হতে হবে ২০-৫০ কেবির মধ্যে। সাদা কাগজে কালো কালির পেন দিয়ে স্বাক্ষর করতে হবে, ডাইমেনশন ১৪০×৬০ পিক্সেল (বাঞ্ছনীয়ত), মাপ হতে হবে ১০-২০ কেবির মধ্যে। স্ক্যানার রেজলিউশন ২০০ ডিপিআই। ছবি ও স্বাক্ষর জেপিজি বা জেপেগ ফরম্যাটে স্ক্যান হতে হবে। আবেদন সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে ফোন করতে পারেন ১৮০০-৪২৫-১৮০৯/ ১৮০০-১০২-৯৪০৮ নম্বরে বা মেল করতে পারেন careers@sib.co.in আইডিতে।

গুরুত্বপূর্ণ তারিখ: অনলাইন আবেদন করা যাবে ২২ মে থেকে ২৭ মে ২০১৮ তারিখ পর্যন্ত। অনলাইন পরীক্ষা হবে আগামী জুন মাসে।