সিআরপিএফে ডিপার্টমেন্টাল ১৪১২ হেড কনস্টেবল নিয়োগ

890
0
CRPF Constable Recruitment

সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে ১৪১২ জন হেড কনস্টেবল (জেনারেল ডিউটি) নিয়োগ করা হবে, কনস্টেবল (জেনারেল ডিউটি/ বিউগলার/ মালি/ পেইন্টার) হিসেবে কর্মরতরাই কেবলমাত্র আবেদন করতে পারবেন।

বেতন: ২৫৫০০-৮১১০০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা।

যোগ্যতা: ১০+২ পাশ সঙ্গে কনস্টেবল (জেনারেল ডিউটি/ বিউগলার/ মালি/ পেইন্টার) পদে চার বছর কাজ করে থাকলে আবেদন করতে পারবেন।

বয়স: ১ আগস্ট ২০১৯ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৩২ বছর।

প্রার্থী বাছাই পদ্ধতি: লেখা পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের পদ্ধতি: নির্দিষ্ট বয়ানে আবেদন করতে হবে। আবেদন করা যাবে আগামী ৬ মার্চ পর্যন্ত। লেখা পরীক্ষা হবে আগামী ১৯ এপ্রিল।

https://crpf.gov.in/writereaddata/Portal/Recruitment_Advertise/ADVERTISE/1_189_1_Notification_of_HCGD-LDCE_EXAMINATION_2019.pdf লিংকে আবেদনের বয়ান সহ সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে।