Site icon জীবিকা দিশারী

সিজিএল টিয়ার ওয়ান পরীক্ষার ফল প্রকাশ শীঘ্রই


স্টাফ সিলেকশন কমিশনের কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার (টিয়ার ওয়ান) ফল খুব শ্রীঘ্রই প্রকাশিত হতে চলেছে৷ প্রার্থীরা আগামী ৭ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত https://ssc.nic.in ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন নম্বর/ রোল নম্বর এবং রেজিস্ট্রেশন পাসওয়ার্ড দিয়ে নিজেদের নম্বর দেখতে পারবেন৷ টিয়ার ওয়ানে উত্তীর্ণরা টিয়ার টু ও টিয়ার থ্রি পরীক্ষা দিতে পারবেন৷ সিজিএল টিয়ার ওয়ান ২০১৯- পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯৭৮১০৩ জন, পরীক্ষা হয়েছিল ৩ মার্চ থেকে ৯ মার্চ ২০২০ তারিখে৷

https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/Writeup_CGLE_2019_Tier1_01072020_latest.pdf

লিঙ্কে ফল বেরনোর নোটিসটি দেখতে পাওয়া যাবে৷

 

লাইভ টিভি দেখুন : https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল

 

 

Exit mobile version