সিজিএল ২০১৮ সংশোধনী

827
0

সিজিএল ২০১৮ আবেদনকারীদের জন্য কিছু সংশোধনী দেওয়া হয়েছে।

এগুলি হল –

১) মহিলা প্রার্থী ও সংরক্ষিত ক্ষেত্রে এসসি, এসটি, এক্স-সার্ভিসম্যান, প্রতিবন্ধী প্রাথীদের কোনো আবেদন ফি দিতে হবে না।

২) ইন্টেলিজেন্স ব্যুরো অ্যাসিস্ট্যান্ট সেকশান অফিসার পদটি প্রতিবন্ধী প্রার্থীদের উপযুক্ত নয়।

৩) কম্পিউটার প্রফিশিয়েন্সি টেস্ট (যাঁদের ক্ষেত্রে প্রযোজ্য)-এর মধ্যে থাকবে— ওয়ার্ড প্রসেসিং, স্প্রেড শিট, জেনারেশন অব স্লাইডস।