সিবিএসই দশম শ্রেণির ফলপ্রকাশ

621
0
West Bengal HS Result 2023

সিবিএসই দশম শ্রেণি, ২০১৯ ফল প্রকাশ করলো সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন। ওয়েবসাইটে ফলাফল আপলোড করে দেওয়া হয়েছে।  ২০১৯ সালে সারা দেশ থেকে মোট ১৮.১৯ লক্ষ ছাত্র-ছাত্রী পরীক্ষা দিয়েছিলেন। পরীক্ষা গ্রহণ করা হয়েছিল গত ২১ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চ পর্যন্ত। এবারে পাশের শতকরা হার ৯১.১%। ৫০০ নম্বরের মধ্যে ৪৯৯ পেয়ে প্রথম স্থানে রয়েছে ১৩ জন পরীক্ষার্থী। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে ২৪ ও ৫৮ জন। ৯৫%-এর বেশি পেয়েছেন ৫৭,২৫৬ জন, ৯০%-এর বেশি পেয়েছেন ২.২৫ লক্ষ জন। পশ্চিমবঙ্গ থেকে প্রথম সুমৈতা লায়সা, ৪৯৬ নম্বর পেয়ে। ফল জানা যাবে এই ওয়েবসাইটে: www.cbse.nic.in বা সরাসরি এই লিঙ্কে: http://cbseresults.nic.in/class10/class10th19.htm