সিভিল সার্ভিস পরীক্ষা ২০১৭ ফলপ্রকাশ

706
0
West Bengal HS Result 2023

ইউপিএসসির সিভিল সার্ভিস মেইন পরীক্ষা ২০১৭-র ফল প্রকাশিত হল।  মোট ৯৯০ জন চূড়ান্ত ভাবে সফল হয়েছেন, যার মধ্যে ৭৫০ জন পুরুষ ও ২৪০ জন মহিলা রয়েছেন। প্রথম স্থান পেয়েছেন তেলেঙ্গানা রাজ্য থেকে ডুরশেট্টি অনুদীপ।  অনু কুমারী ও সচিন গুপ্তা যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছেন।

২০১৭ সালের ১৮ জুন তারিখ প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হয়েছিল, যাতে মোট ৯,৫৭,৫৯০ জন আবেদনকারীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ৪,৫৬,৬২৫ জন। ২০১৭-র অক্টোবর-নভেম্বরে আয়োজিত মূল পর্বের পরীক্ষা দেন ১৩,৩৩৬ জন।এর মধ্যে পার্সোন্যালিটি টেস্ট-এর জন্য উত্তীর্ণ হয়েছিলেন ২,৫৬৮ জন।

ফল জানার লিঙ্ক – https://upsconline.nic.in/csm_2017_result.pdf