সেন্ট্রাল কোলফিল্ডসে ৭৫০ অ্যাপ্রেন্টিস

714
0
SECL Recruitment 2024

সেন্ট্রাল কোলফিল্ডস লিমিটেডে ৭৫০ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। Ref.No. CCL/Apprentice Trg/Notification/18/670.

শূন্যপদ: ফিটার: ২৫০, ওয়েল্ডার: ৪০, ইলেক্ট্রিশিয়ান: ৩৬০, মেকানিক (রিপেয়ার অ্যান্ড মেন্টেন্যান্স অব হেভি ভিকল): ৪৫, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট: ১৫, পাম্প অপারেটর কাম মেকানিক: ৫, মেশিনিস্ট: ২০, টার্নার: ১৫।

যোগ্যতা: ফিটার: দশম শ্রেণি পাশ সঙ্গে এনসিভিটি/ এসসিভিটি স্বীকৃত ইনস্টিটিউট থেকে ফিটার ট্রেডে আইটিআই।

ওয়েল্ডার: অষ্টম শ্রেণি পাশ সঙ্গে এনসিভিটি/ এসসিভিটি স্বীকৃত ইনস্টিটিউট থেকে ওয়েল্ডার ট্রেডে আইটিআই।

ইলেক্ট্রিশিয়ান: দশম শ্রেণি পাশ সঙ্গে এনসিভিটি/ এসসিভিটি স্বীকৃত ইনস্টিটিউট থেকে ইলেক্ট্রিশিয়ান ট্রেডে আইটিআই।

মেকানিক (রিপেয়ার অ্যান্ড মেন্টেন্যান্স অব হেভি ভিকল): মেকানিক আর্থ মুভিং মেশিনারি/ মেকানিক মোটর ভিকল/ মেন্টেন্যান্স অ্যান্ড রিপেয়ার অব হেভি ভিকল/ ডিজেল মেকানিক/ মেকানিক মাইনিং মেশিনারি/ মেকানিক অটোমোবাইল বা ইলেক্ট্রনিক্সে আইটিআই।

কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট/ পাম্প অপারেটর-কাম-মেকানিক/ মেশিনিস্ট/ টার্নার: সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই। সবক্ষেত্রেই ঝাড়খণ্ড আইটিআই থেকে পাশ হলে অগ্রাধিকার।

বয়সসীমা: ১৫ অক্টোবর ২০১৯ তারিখে বয়স হতে হবে ১৮-৩০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

আবেদনের পদ্ধতি: www.apprenticeship.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। এরপর সেন্ট্রাল কোলফিল্ডসে আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটে।