সেন্ট্রাল ব্যাঙ্কে ৭৪ স্পেশ্যালিস্ট অফিসার

821
0
Govt Job in West Bengal, West Bengal Govt Job, West Medinipur Govt Job

সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়াতে ৭৪ জন স্পেশ্যালিস্ট অফিসার নিয়োগ করা হবে। নিচের যোগ্যতার যে-কোনো ভারতীয়রা আবেদন করতে পারবেন।

শূন্যপদ: পোস্ট কোড ১: ইনফরমেশন টেকনোলজি (জেএমজিএস ওয়ান): ২৬ (অসংরক্ষিত ১০, তপশিলি জাতি ৪, তপশিলি উপজাতি ২, ওবিসি ৭, ইডব্লুএস ৩)। পোস্ট কোড ২: সিকিউরিটি অফিসার (এমএমজিএস থ্রি): ১ (অসংরক্ষিত)। পোস্ট কোড ৩: সিকিউরিটি অফিসার (জেএমজিএস ওয়ান): ৯ (অসংরক্ষিত ৪, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি ২, ইডব্লুএস ১)। পোস্ট কোড ৪: রিস্ক ম্যানেজার (এমএমজিএস থ্রি): ৬ (অসংরক্ষিত ২, তপশিলি জাতি ১, ওবিসি ২, ইডব্লুএস ১)। পোস্ট কোড ৫: রিস্ক ম্যানেজার (এমএমজিএস টু): ৬ (অসংরক্ষিত ২, তপশিলি জাতি ১, ওবিসি ২, ইডব্লুএস ১)। পোস্ট কোড ৬: ফিনান্সিয়াল অ্যানালিস্ট/ ক্রেডিট অফিসার (এমএমজিএস টু): ১০ (অসংরক্ষিত ৩, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ওবিসি ৩, ইডব্লুএস ১)। পোস্ট কোড ৭: ইকোনমিস্ট (এমএমজিএস টু): ১ (অসংরক্ষিত)। পোস্ট কোড ৮: সিডিও/ চিফ ডেটা সায়েন্টিস্ট (এসএমজিএস ফোর): ১ (অসংরক্ষিত)। পোস্ট কোড ৯: ডেটা অ্যানালিস্ট (এমএমজিএস থ্রি): ৩ (অসংরক্ষিত ২, ওবিসি ১)। পোস্ট কোড ১০: অ্যানালিটিক্স সিনিয়র ম্যানেজার (এমএমজিএস থ্রি): ২ (অসংরক্ষিত ১, ওবিসি ১)। পোস্ট কোড ১১: ডেটা ইঞ্জিনিয়ার (এমএমজিএস থ্রি): ২ (অসংরক্ষিত ১, ওবিসি ১)। পোস্ট কোড ১২: ডেটা আর্কিটেক্ট (এমএমজিএস থ্রি): ২ (অসংরক্ষিত ১, ওবিসি ১)। পোস্ট কোড ১৩: সিএ/ ক্রেডিট অফিসার (এমএমজিএস থ্রি): ৫ (অসংরক্ষিত ২, তপশিলি জাতি ১, ওবিসি ১, ইডব্লুএস ১)।

যোগ্যতা ও বয়স: ইনফরমেশন টেকনোলজি: কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার অ্যাপ্লিকেশন/ ইনফরমেশন টেকনোলজি/ ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশনে চার বছরের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার অ্যাপ্লিকেশন/ ইনফরমেশন টেকনোলজি/ ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশনে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অথবা গ্র্যাজুয়েট সঙ্গে ডোয়েকের `বি’ লেভেল। বয়স হতে হবে ২১-২৮ বছরের মধ্যে।

সিকিউরিটি অফিসার স্কেল থ্রি: গ্র্যাজুয়েট সঙ্গে এয়ারফোর্স/ নেভি/ প্যারামিলিটারি ফোর্সে দশ বছরের কাজের অভিজ্ঞতা দরকার। বয়স হতে হবে ২৬-৪৫ বছরের মধ্যে।

সিকিউরিটি অফিসার স্কেল ওয়ান: গ্র্যাজুয়েট সঙ্গে কম্পিউটার জানতে হবে এবং মেডিকেল ক্যাটেগরি শেপ ওয়ান। এয়ারফোর্স/ নেভি/ প্যারামেডিক্যাল ফোর্সে পাঁচ বছরের অভিজ্ঞতা। বয়স হতে হবে ২৬-৪৫ বছরে মধ্যে।

রিস্ক ম্যানেজার স্কেল থ্রি: ফিনান্স/ ব্যাঙ্কিংয়ে এমবিএ বা সমতুল অথবা ব্যাঙ্কিং/ ফিনান্সে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা বা সমতুল অথবা স্ট্যাটিস্টিক্সে পোস্ট গ্র্যাজুয়েট। এফআরএম/ সিএফএ/ রিস্ক ম্যানেজমেন্টে ডিপ্লোমা বাঞ্ছনীয় প্রফেশনাল যোগ্যতা হিসেবে গণ্য হবে। রিস্ক ম্যানেজমেন্ট/ ক্রেডিট/ ট্রেজারি/ এএলএমে অন্তত দু বছরের অভিজ্ঞতা। বয়স হতে হবে ২১-৩৫ বছরের মধ্যে।

রিস্ক ম্যানেজার স্কেল টু: বিটেক/ এমসিএ সঙ্গে ফিনান্সে এমবিএ। এফআরএম/ সিএফএ/ রিস্ক ম্যানেজমেন্টে ডিপ্লোমা বাঞ্ছনীয় প্রফেশনাল যোগ্যতা হিসেবে গণ্য হবে। বয়স ২১-৩০ বছরের মধ্যে।

ফিনানশিয়াল অ্যানালিস্ট/ টু: চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব ইন্ডিয়া/ ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ওয়ার্কস অ্যাকাউন্টস অব ইন্ডিয়ার ফাইনাল পরীক্ষা পাশ অথবা ফিনান্সে স্পেশ্যালাইজেশন সহ এমবিএ। এমবিএ প্রার্থীদের ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স ২১-৩০ বছরের মধ্যে।

ইকোনমিস্ট স্কেল টু: ইলেক্ট্রনিক্স/ ইকোনোমেট্রিক্স/ রুরাল ইকোনমিক্সে সেকেন্ড ক্লাস পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি সঙ্গে তিন বছরের অভিজ্ঞতা। বয়স ২১-৩০ বছরের মধ্যে।

সিডিও/ চিফ ডেটা সায়েন্টিস্ট: ইঞ্জিনিয়ারিং/ সায়েন্স ব্যাচেলর ডিগ্রি সঙ্গে ৮ থেকে ১০ বছরের অভিজ্ঞতা। বয়স ২৮-৩৫ বছর।

ডেটা অ্যানালিস্ট স্কেল থ্রি: ইঞ্জিনিয়ারিং/ সায়েন্সে ব্যাচেলর ডিগ্রি সঙ্গে পাঁচ বছরের অভিজ্ঞতা। বয়স ২৬-৩৫ বছর।

অ্যানালিটিক্স সিনিয়র ম্যানেজার স্কেল থ্রি:ইঞ্জিনিয়ারিং/ সায়েন্সে ব্যাচেলর ডিগ্রি সঙ্গে পাঁচ বছরের অভিজ্ঞতা। বয়স ২৬-৩৫ বছর।

ডেটা ইঞ্জিনিয়ার ও ডেটা আর্কিটেক্ট: ইঞ্জিনিয়ারিং/ সায়েন্সে ব্যাচেলর ডিগ্রি সঙ্গে পাঁচ বছরের অভিজ্ঞতা। বয়স ২৬-৩৫ বছর।

ক্রেডিট অফিসার স্কেল থ্রি: সিএ/ সিএফএ/ এসিএমএ/ এমবিএ (ফিনান্স)। সিএ/ সিএফএ/ এসিএমএ-র ক্ষেত্রে দু বছর ও এমবিএ-র ক্ষেত্রে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স ২৬-৩৫ বছর।

সবক্ষেত্রেই সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে ৩০ সেপ্টেম্বর ২০১৯ তারিখের মধ্যে।

প্রার্থী বাছাই পদ্ধতি: লেখা পরীক্ষা ও পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের ফি: ৫৫০ টাকা (৫০০ টাকা ফি+ ৫০ টাকা ইন্টিমেশন চার্জ)। ডেবিট কার্ড (রুপে/ ভিসা/ মাস্টার কার্ড/ ম্যাস্ট্রো), ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, আইএমপিএস, ক্যাশ কার্ড/ মোবাইল ওয়ালেটের মাধ্যমে ফি দেওয়া যাবে। তপশিলি জাতি/ উপজাতিদের আবেদনের ফি দিতে হবে না, শুধুমাত্র ইন্টিমেশন চার্জ বাবদ ৫০ টাকা দিতে হবে।

আবেদনের পদ্ধতি: www.centralbankofindia.co.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ২১ নভেম্বর পর্যন্ত। অনলাইন পরীক্ষার সম্ভাব্য তারিখ আগামী ২১ ডিসেম্বর। https://www.centralbankofindia.co.in/pdf/DETAILED-REVISEDADVERTISEMENT-SPLST.pdf লিঙ্কে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন।