স্কুল সার্ভিসের আপার প্রাইমারি ফল বেরোল

1067
2

পশ্চিম বঙ্গের সরকারি সাহায্যপ্রাপ্ত/স্পন্সর্ড স্কুলগুলির আপার প্রাইমারি পর্যায়ের শিক্ষক-শিক্ষিকা নিয়োগের জন্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের আয়োজিত ১ম এসএলএসটি, ২০১৬ (আপার প্রাইমারি)-র ফল প্রকাশিত হয়েছে। http://westbengalssc.com/sscorg/wbssc/home/ ওয়েবসাইটে গিয়ে ভিউ স্টেটাস ভেরিফিকেশন লিঙ্কে ক্লিক করলে যে পাতা খুলবে (http://westbengalssc.com/sscorg/wbssc/slst1ResultUPLEVELPH1/searchResult/) সেখানে ১৬ অঙ্কের অ্যাপ্লিকেশন আইডি ও নিজের জন্মতারিখ (দিন, মাস, বছর— সবই ডাউন-অ্যারোতে ক্লিক করে জানাতে হবে) উল্লেখ করে সাবমিট করলেই নিজের ফল জানা যাবে। আলাদা কোনো পুরো তালিকা প্রকাশিত হয়নি। এই ফল শুধুমাত্র ভেরিফিকেশনের জন্য। এই পরীক্ষা, শূন্যপদ ইত্যাদি সম্বন্ধে জানা যাবে আমাদ্রের পোর্টালেই সার্চ করে, জানতে পারবেন স্কুল সার্ভিস কমিশনের হোমপেজ (http://westbengalssc.com)-এর বিভিন্ন লিঙ্কেও।