স্কুল সার্ভিসের আপার প্রাইমারি মেধাতালিকা

1667
0

রাজ্য স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যের সরকার পোষিত/স্পন্সর্ড স্বীকৃত বেসরকারি স্কুলগুলিতে আপার প্রাইমারি স্তরের জন্য সহশিক্ষক-শিক্ষিকা নিয়োগের ২০১৬-র ১ম এসএলএসটি (এ টি) পরীক্ষার মেধাতালিকা (শারীরশিক্ষা/কর্মশিক্ষা বাদে) মহামান্য আদালতের নির্দেশমাফিক কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হবে সেকথা আমরা আগেই জানিয়েছি (https://jibikadishari.co.in/?p=13065)। তালিকা আপলোড করা হয়েছে। শিক্ষকতার বিষয়, পড়ানোর মাধ্যম, নিজের ক্যাটেগরি ও লিঙ্গ  (পুং/স্ত্রী/সহশিক্ষা) নির্দেশ করে সেই তালিকা দেখা যাবে, এই লিঙ্কে: http://wbcssc.co.in/meritview