স্কুল সার্ভিসের আপার প্রাইমারির চূড়ান্ত শূন্যপদের তালিকা

809
0
SSC, WBSSC, WBSSC Upper Primary,

পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার মাধ্যমে আপার প্রাইমারি (ফিজিক্যাল এডুকেশন ও ওয়ার্ক এডুকেশন বাদে) সহশিক্ষক/শিক্ষিকাদের মোট শূন্যপদের তালিকা (প্যারাটিচারদের জন্য সংরক্ষিত ১০% বাদে) ১১ নভেম্বর সন্ধ্যায় কমিশনের ওয়েবসাইটে (www.westbengalssc.com) প্রকাশিত হল। মোট শূন্যপদের সংখ্যা ১৪০৮৮ (প্যারাটিচারদের ১০% ধরলে ১৪৩৩৯)।

চূড়ান্ত শূন্যপদের তালিকা লিঙ্ক – http://www.westbengalssc.com/sscorg/wbssc/download/uppervacancy/FINAL%20VACANCY%20LIST_UPPER%20PRIMARY.pdf

কমিশনের ১১ নভেম্বরের এই বিজ্ঞপ্তি দেখা যাবে (Memo. No.1127/6723/CSSC/ESTT/2019, Dated: 11.11.2019) কমিশনের এই লিঙ্কে:

http://www.westbengalssc.com/sscorg/wbssc/download/notice/Final%20Vacancy-%20Upper%20Primary-11.11.2019.pdf

 

 

 

SSC, WBSSC, WBSSC Upper Primary