স্কুল সার্ভিসের গ্ৰুপ সি, গ্ৰুপ ডি দ্বিতীয় কাউন্সেলিং

701
0

স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্য সরকারের স্পনসর্ড ও সাহায্যপ্রাপ্ত মাধ্যমিক-উচ্চমাধ্যমিক (পার্বত্য অঞ্চল বাদে) স্কুলগুলিতে ৩য় আরএলএসটি-২০১৬ অনুযায়ী স্কুলগুলিতে শিক্ষাকর্মী (গ্ৰুপ ডি ও গ্ৰুপ সি-ক্লার্ক) নিয়োগের জন্য দ্বিতীয় দফার কাউন্সেলিং হবে আগামী ১১ জুলাই থেকে ১৩ জুলাই, ২০১৮ পর্যন্ত (Memo. No.622 / 6879 /CSSC/ESTT/2018, তাং ২৫-০৬-২০১৮)।

এর আগে গ্ৰুপ সি ও গ্ৰুপ ডি পদে প্রথম দফায় কাউন্সেলিং হয়েছিল। তার পরেও কিছু শূন্যপদ থেকে যায়। সেই শূন্যপদ পূরণ করার জন্যে দ্বিতীয় দফায় কাউন্সেলিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ওয়েটলিস্ট প্রার্থীদের মধ্যে থেকে। স্কুল সার্ভিস কমিশনের অফিসে নিচের মতো নির্দিষ্ট তারিখে কাউন্সেলিং হবে। প্রথমদফার কাউন্সেলিংয়ের পর অপূর্ণ থাকা শূন্যপদের তালিকা আগামী ৩ জুলাই স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে। ওই দিন থেকেই ওয়েবসাইট থেকে কাউন্সেলিংয়ের কল লেটারও ডাউনলোড করে নেওয়া যাবে প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর ও জন্মতারিখ দিয়ে।

রিজিয়ন অনুযায়ী কাউন্সেলিংয়ের তারিখ:

নর্থ রিজিয়ন- ১১ জুলাই, ২০১৮

সাদার্ন  রিজিয়ন- ১১ জুলাই, ২০১৮

সাউথ-ইস্টার্ন রিজিয়ন- ১২ জুলাই, ২০১৮

ওয়েস্টার্ন রিজিয়ন- ১২ জুলাই, ২০১৮

ইস্টার্ন রিজিয়ন- ১৩ জুলাই, ২০১৮

স্কুল সার্ভিস কমিশনের ওয়েব লিঙ্ক: http://www.westbengalssc.com/

এসএসসির মাধ্যমে স্কুলগুলিতে গ্রুপ-ডি ও ক্লার্ক নিয়োগের কাউন্সেলিং স্থগিত : https://jibikadishari.co.in/?p=6179