স্কুল সার্ভিসের হেডমাস্টার নিয়োগের কাউন্সেলিং ২৭ জুন থেকে

1202
0
Assistant Teacher Recruitment

কলকাতা উচ্চ আদালত স্কুল সার্ভিস কমিশনের হেডমাস্টার/হেডমিস্ট্রেস নিয়োগ প্রক্রিয়ায় কাউন্সেলিংয়ের ওপর যে স্থগিতাদেশ দিয়েছিল তা গত ২৫ জুন প্রত্যাহার করেছে। তার পরিপ্রেক্ষিতে আগামী ২৭ জুন থেকে চালু হবে কাউন্সেলিং। বিশদ কর্মসূচি কমিশনের ওয়েবসাইটে দেওয়া হবে ২৬ জুন তারিখেই। কমিশনের এই ঘোষণা  (Memo. No. 636/ 6856/CSSC/ESTT/2019 Dated: 25.06.2019) দেখা যাবে এই লিঙ্কে:

http://www.westbengalssc.com/sscorg/wbssc/download/notice/Public%20Notice-Counselling%20of%20HM-25.06.2019.pdf