স্কুল সার্ভিসে একাদশ-দ্বাদশের কাউন্সেলিং শুরু ২৬ জুলাই

438
1
Folafal Final Pic

পশ্চিম বঙ্গ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যের সরকার পোষিত/স্পন্সর্ড বেসরকারি স্কুলগুলির একাদশ-দ্বাদশ শ্রেণির সহশিক্ষক-শিক্ষিকা নিয়োগের জন্য প্যানেলভুক্ত প্রার্থীদের যে কাউন্সেলিং স্থগিত রাখা হয়েছিল (https://jibikadishari.co.in/?p=6418), তার জন্য নতুন সূচি ঘোষিত হয়েছে। আগামী ২৬ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত (মাঝে ২৮-২৯ জুলাই বাদে) কাউন্সেলিং হবে কমিশনের নতুন ঠিকানায় (DK-7/2, Salt Lake, Sector-II, Kolkata-91 [Beside Anandalok Hospital, Karunamoyee)।কমিশনের ২৩ জুলাইয়ের এক বিজ্ঞপ্তিতে (Memo. No.716/6602(II)/CSSC/ESTT/2018) একথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে:

http://www.westbengalssc.com/sscorg/wbssc/download/notice/Notice_Counselling%20of%20XI-XII-23.07.2018.pdf

কাউন্সেলিংয়ে নির্ধারিত তারিখে ও সময়ে উপস্থিত হবার জন্য ইন্টিমেশন লেটার আলাদাভাবে কাউকে পাঠানো হবে না, ডাউনলোড করে নিতে হবে নিজের রোল নম্বর ও জন্মতারিখ দিয়ে এই লিঙ্ক থেকে:

http://www.westbengalssc.com/sscorg/wbssc/slst1Counselling1112PH1/searchResult/