Site icon জীবিকা দিশারী

স্কুল সার্ভিস আপার প্রাইমারির ফল জানতে অ্যাপ্লিকেশন আইডি


যাঁরা স্কুল সার্ভিস কমিশনের আপার প্রাইমারির শিক্ষক-শিক্ষিকা নিয়োগ পরীক্ষায় নিজেদের ফল জানতে পারছেন না তাঁদের অ্যাপ্লিকেশন আইডি না জানা কিংবা হারিয়ে যাওয়া ইত্যাদি কোনো কারণে, তাঁরা নিজেদের অ্যাপ্লিকেশন আইডি জেনে নিতে পারেন টেটের রোলনম্বর ও নিজের জন্মতারিখ দিয়ে, এই লিঙ্কে ক্লিক করে: http://www.westbengalssc.com/sscorg/wbssc/slstAppUpperPrimary/knowIDForm/। প্রসঙ্গত, ওই পরীক্ষার ফল বেরিয়েছে (প্রথম পর্যায়ে ভেরিফিকেশনের জন্য) ৬ জুন সন্ধের পর (https://jibikadishari.co.in/?p=5523)। দুবছর আগে পরীক্ষার বিজ্ঞপ্তি বেরনোর সময় সম্ভাব্য শূন্যপদ ছিল ১৫ হাজারের মতো এবং শূন্যপদ পিছু ৩ জন করে সাক্ষাৎকারে ডাকার কথা। যদিও বেসরকারি সূত্রমতে এতদিনে শূন্যপদ প্রায় ৩১ হাজারে দাঁড়িয়েছে। সরকারি হিসাব কী দাঁড়ায় সেটাই দেখার। যদিও সফল প্রার্থীদের কোনো তালিকা কোথাও প্রকাশ করা হয়নি। ইতিমধ্যে, স্বচ্ছ নিয়োগপ্রক্রিয়ার স্বার্থে সফল প্রার্থীদের পুরো তালিকা পিডিএফ আকারে প্রকাশের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।

এদিকে প্রধানশিক্ষক/শিক্ষিকা নিয়োগ পরীক্ষার (১ম এসএলএসটি, ২০১৭, এইচএম) প্রথম পর্যায়ের ভেরিফিকেশনের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের রিপ্রিন্ট নেওয়া যাচ্ছে এই লিঙ্কে ক্লিক করে (১৪ অঙ্কের রোলনম্বর ও পুরো নাম দিয়ে): http://www.westbengalssc.com/sscorg/wbssc/slstAppPostExamHM/reprint/

Exit mobile version