স্কুল সার্ভিস ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন চূড়ান্ত ফলপ্রকাশ

1288
0
WBSSC Result

অবশেষে প্রকাশিত হল উচ্চ প্রাথমিক স্তরে ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন বিষয়ে প্রথম এসএলএসটি ২০১৬ পরীক্ষার ফল। পরীক্ষার্থীরা তাঁদের ১৪ অঙ্কের রোল নম্বর জন্মতারিখ দিয়ে ফল দেখতে পারবেন।  মোট শূন্যপদের ৯০ শতাংশ পদের ফল প্রকাশিত করা হয়েছে। আদালতের অন্তর্বর্তী নির্দেশের কারণে বাকি ১০ শতাংশ ফলপ্রকাশ আটকে রয়েছে।

ফল জানার লিঙ্ক: http://www.westbengalssc.com/sscorg/wbssc/slst1WedPhedFinalResult/searchResult/

 

 

WBSSC, School Service Result, WB Exam Result, Work and Physical Education Result