স্কুল সার্ভিস কমিশনের নবম-দশম সহশিক্ষকের শূন্যপদ কোন-কোন স্কুলে

979
0
Indian Forest Service Examination

পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে সরকার পোষিত বেসরকারি স্কুলগুলিতে নবম-দশম শ্রেণির (বাংলা স্নাতক, শারীরিক প্রতিবন্ধী-যে কোনো, শারীরিক প্রতিবন্ধী-অস্থি প্রতিবন্ধী বাদে) সহশিক্ষক/শিক্ষিকা নিয়োগের ২০১৬-র ১ম এসএলএসটির চতুর্থ পর্যায়ের কাউন্সেলিংয়ের জন্য শূন্যপদের স্কুলের পূর্ণ তালিকা আপলোড করা হয়েছে। কোন বিষয়ের, মিডিয়ামের স্কুল, ক্যাটেগরি আর পুরুষ/পুরুষ-মহিলা/শুধু মহিলাদের স্কুলের তালিকা চান তা জানিয়ে সাবমিট করলেই সেইমতো স্কুলের তালিকা দেখা যাবে। এই লিঙ্কে: http://www.westbengalssc.com/sscorg/wbssc/slst1FinalVacancySchool0910PH4/

কাউন্সেলিংয়ের যাবার ইন্টিমেশন লেটার ডাউনলোড এই লিঙ্কে: http://www.westbengalssc.com/sscorg/wbssc/slst1Counselling0910PH4/searchResult/

এই ঘোষণা সহ সমস্ত প্রয়োজনীয় লিঙ্ক পাবেন কমিশনের হোমপেজে (http://www.westbengalssc.com/sscorg/wbssc/home)।

প্রসঙ্গত, ৪র্থ পর্যায়ের কাউন্সেলিংয়ের খবর আওমরা আগেই জানিয়েছি (https://jibikadishari.co.in/?p=12792)।