স্কুল সার্ভিস : ক্লার্ক ফল বেরোল

779
0
folafol-picture

রাজ্য স্কুল সার্ভিস কমিশনের ক্লার্ক (নন-টিচিং স্টাফ) নিয়োগের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

সফল প্রার্থীদের ফল এবং এর পাশাপাশি ফাইনাল ওয়েটিং তালিকা প্রকাশিত হয়েছে।

নিচের ওয়েবসাইটে গিয়ে নিজের ১৪ ডিজিট রোল নম্বর এবং জন্মতারিখ দিয়ে ফলাফল দেখে নেওয়া যাবে।

ক্লার্ক পদের বিস্তারিত শূন্যপদের গণনা ২২ ডিসেম্বর ২০১৭ তারিখে ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে।

৪ জানুয়ারি থেকেই সফল প্রার্থীরা কাউন্সেলিংয়ের জন্য ইন্টিমেশন লেটার ডাউনলোড করে নিতে পারবেন।

গত ২০১৬ সালের ৫ মার্চ এই পদের জন্য পরীক্ষা নেওয়া হয়েছিল।

মোট প্রায় ২ হাজার শূন্যপদের জন্য পরীক্ষায় বসেছিলেন প্রায় ১৫ লক্ষ পরীক্ষার্থী।

যার মধ্যে মোট ৬০০০ সফল প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে বলে স্কুল  সার্ভিস কমিশন সূত্রের খবর।

ফল জানার লিঙ্ক – http://www.westbengalssc.com/sscorg/wbssc/home/