Site icon জীবিকা দিশারী

স্টাফ সিলেকশনের আসন্ন কোন পরীক্ষার জন্য আবেদনের বিজ্ঞপ্তি কবে থেকে

SSC Stenographer Recruitment 2023

স্টাফ সিলেকশন কমিশনের ২০১৯-এর জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল/ মেকানিক্যাল/ ইলেক্ট্রিক্যাল ও কোয়ান্টিটি সার্ভেইং অ্যান্ড কন্ট্র্যাক্টস) পরীক্ষার জন্য দরখাস্ত চেয়ে বিজ্ঞপ্তি গত ১ আগস্ট বেরোবে বলে কমিশনের এক সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল। কিন্তু ১ আগস্ট তারিখেরই আরেকটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওই পরীক্ষার জন্য আবেদনগ্রহণের জন্য বিজ্ঞপ্তি বেরোবে আগামী ১৩ আগস্ট।

একইভাবে, Junior Hindi Translator, Junior Translator, Senior Hindi Translator and Hindi Pradhyapak Examination, 2019 পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি বেরোবে আগামী ২০ আগস্ট এবং Phase-VII/2019/Selection Posts-এর জন্য আবেদন গ্রহণের বিজ্ঞপ্তি বেরোবে আগামী ৬ আগস্ট।

কমিশনের ১ আগস্ট তারিখের এই ঘোষণা (File no. 15/02/2018-RHQ) দেখা যাবে এই লিঙ্কে:

https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/Notice_for_Change_ofDate_NOE_01082019.pdf

Exit mobile version