স্টাফ সিলেকশনের কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল দ্বিতীয় পত্রের ফল বেরোল

630
0
NET, Net, Net Online Application

স্টাফ সিলেকশন কমিশনের ২০১৮ সালের কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি (১০+২) লেভেল এগজামিনেশন-এর দ্বিতীয় পত্রের (ডেস্ক্রিপটিভ) ফল বেরিয়েছে। পরীক্ষা হয়েছিল ২০১৯-এর ২৯ সেপ্টেম্বর। এই ফলাফলের ভিত্তিতে ডেটা এন্ট্রি/টাইপিং স্কিল টেস্টের জন্য নির্বাচিত হয়েছেন কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের অফিসগুলি বাদে অন্যান্য অফিসগুলির ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য ৩৭ জন, ওই কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের বিভিন্ন অফিসগুলির ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য ১৭৪১ জন, পোস্টাল/সর্টিং অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, এলডিসি ইত্যাদি পদের জন্য ৩০৮২২ জন। বিভিন্ন পদের ক্যাটেগরিভিত্তিক কাট-অফ মার্কসও প্রকাশিত হয়েছে। স্কিল টেস্টের সূচি যথাসময়ে জানানো হবে কমিশনের আঞ্চলিক অফিসগুলি থেকে। আরও বিশদ দেখা যাবে কমিশনের ২৫ ফেব্রুয়ারির এই বিজ্ঞপ্তির (F.No.11/1/2019-C-1/1)  এই লিঙ্কে:

https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/chsl18_t2_25022020_latest.pdf