স্টাফ সিলেকশনের কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীগুলিতে কনস্টেবল নিয়োগ পরীক্ষার অ্যাডমিট কার্ড

764
0

স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশবাহিনীগুলির কনস্টেবল (জিডি) /রাইফেলম্যান নিয়োগের পরীক্ষার (Constable (GD) in CAPFs, NIA & SSF and Rifleman (GD) in Assam Rifles) অ্যাডমিশন সার্টিফিকেট আপলোড করা হয়েছে কমিশনের সদর দপ্তর ও সংশ্লিষ্ট আঞ্চলিক অফিসগুলির ওয়েবসাইটে। তবু অনেকেই যথাযথভাবে আবেদন করা সত্ত্বেও অ্যাডমিশন সার্টিফিকেট পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। তাঁদের জন্য আগামী ৮ ফেব্রুয়ারি তাঁদের শহরভিত্তিক অবস্থান কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হবে।

৫ ফেব্রুয়ারির এই বিজ্ঞপ্তি (3-2/2017-P&P-I) দেখা যাবে এই লিঙ্কে: https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/noticegdconstable_05022019.pdf