স্টাফ সিলেকশনের জুনিঃ হিন্দি ট্রানস্লেটর ইত্যাদির চূড়ান্ত ফল

668
0
Folafal Final New

স্টাফ সিলেকশন কমিশনের ২০১৮ সালের জুনিয়র হিন্দি ট্রানস্লেটর, জুনিয়র ট্রানস্লেটর, সিনিয়র হিন্দি ট্রানস্লেটর অ্যান্ড হিন্দি প্রাধ্যাপক পরীক্ষার চূড়ান্ত ফল বেরিয়েছে। চূড়ান্তভাবে সফল হয়েছেন ১০৪ জন। কোন মন্ত্রক/দপ্তর/বিভাগের উল্লেখের জন্য কোড নম্বর কী, শূন্যপদ কোথায় কীরকম তাও জানানো হয়েছে। পেপার-টুর পরীক্ষা হয়েছিল গত ২৬ মে। তার ফল বেরিয়েছিল গত ৪ সেপ্টেম্বর। কমিশনের ২০ ফেব্রুয়ারির এই বিজ্ঞপ্তি (F. No. 17/01/2018-C1/1) দেখা যাবে এই লিঙ্কে:

https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/Write_up_JHT_2018_Final_Result_20022020.pdf

চূড়ান্ত ফল দেখা যাবে এই লিঙ্কে ক্লিক করে:

https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/ROLL-F_20022020.pdf