স্টাফ সিলেকশনের জুনিয়র ইঞ্জিনিয়ার ২০১৮ পেপার-ওয়ানে সফল আরও ৩৫

709
0

স্টাফ সিলেকশন কমিশনের ২০১৮ সালের জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল, ইলেক্ট্রিক্যাল, মেকানিক্যাল, কোয়ান্টিটি সার্ভেইং অ্যান্ড কন্ট্র্যাক্টস (পেপার-১) পরীক্ষার ফল কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে গত ১২ ডিসেম্বর। সফল হয়েছিলেন সিভিল, কোয়ান্টিটি সার্ভেইং অ্যান্ড কন্ট্র্যাক্টে ৮৬৮১ জন, ইলেক্ট্রিক্যাল/মেকানিক্যালে ১৯১৯ জন। কিন্তু অর্থনৈতিক দুর্বলতর শ্রেণির ৩৫ জন অস্থি-প্রতিবন্ধী ও ওই শ্রেণির শ্রবণ-প্রতিবন্ধী সাফল্যমান পাওয়া সত্ত্বেও তালিকায় বাদ পড়ে গিয়েছিলেন, তাঁদেরও তালিকাভুক্ত করা হল।

কমিশনের ২৭ ডিসেম্বরের এই বিজ্ঞপ্তি (F.No. 19/01/2018-C-1/1) দেখতে পাবেন এই লিঙ্কে:

https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/Write_up_35_Additional_JE_2018_Paper_I.pdf