স্টাফ সিলেকশনের পরবর্তী হায়ার সেকেন্ডারি লেভেল ও জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ পরীক্ষা স্থগিত

645
0
SSC Stenographer Recruitment 2023

করোনা ভাইরাস ভা কোভিদ-১৯ সক্রমণের পরিপ্রেক্ষিতে বৃহত্তর জনস্বার্থে স্টাফ সিলেকশন কমিশনের ২০১৯-এর কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল (১০+২) টিয়ার-ওয়ানের যে পরীক্ষা চলছে তার আগামী ২০ মার্চ থেকে অনুষ্ঠিতব্য পরবর্তী ব্যাচগুলির পরীক্ষা আপাতত স্থগিত রাখা হয়েছে।

একই ভাবে ২০১৯-এর জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল, মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল ও কোয়ান্টিটি সার্ভেইং অ্যান্ড কন্ট্র্যাক্ট) নিয়োগের পেপার-ওয়ানের যে পরীক্ষা আগামী ৩০ মার্চ শুরু হবার কথা ছিল তাও স্থগিত রাখা হয়েছে।

ওই পরীক্ষাগুলির নতুন তারিখ ঠিক হলে পরে জানানো হবে। কমিশনের ১৯ মার্চের এই ঘোষণা (F. No. 0L/02/2020-C-II) দেখা যাবে এই লিঙ্কে:

https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/CHSLE_2019_Notice%2019.03.2020.PDF