স্টাফ সিলেকশনের মাল্টিটাস্কিং পরীক্ষার জন্য জরুরি নির্দেশ

569
0
SSC Stenographer Recruitment 2023

স্টাফ সিলেকশন কমিশনের মাল্টিটাস্কিং (নন-টেকনিকাল) স্টাফ এগজামিনেশন ২০১৯ (কম্পিউটার ভিত্তিক)  যাঁরা দেবেন, তাঁরা পরীক্ষা দিতে যাবার সময় অবশ্যই একটি সচিত্র পরিচয়পত্র সঙ্গে নিয়ে যাবেন যাতে অ্যাডমিশন সার্টিফিকেটে লেখা জন্মতারিখটিই ছাপা আছে। তাতে একই জন্মতারিখ ছাপা না থাকলে আরও একটি অনুরূপ জন্মতারিখের প্রমাণপত্র সঙ্গে নিয়ে যেতে হবে। সচিত্র পরিচয়পত্র বা ওই অতিরিক্ত প্রমাণপত্রে ছাপা জন্মতারিখ অ্যাডমিশন সার্টিফিকেটের সঙ্গে যেন মেলে, অন্যথায় পরীক্ষায় বসতে দেওয়া হবে না। কমিশনের ২৬ জুলাইয়ের এই বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে:

https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_mts_26072019.pdf