স্টাফ সিলেকশনের মাল্টিটাস্কিং পরীক্ষার আন্সার-কি, চ্যালেঞ্জ জানানোর তারিখ বাড়ল

779
0
SSC Constable GD

স্টাফ সিলেকশন কমিশনের ২০১৯ সালের মাল্টিটাস্কিং স্টাফ (নন-টেকনিক্যাল) পরীক্ষার আন্সার-কি, পরীক্ষার্থীদের উত্তরপত্র ও আন্সার-কিতে ভুল থাকলে চ্যালেঞ্জ জানানোর সুযোগ দেওয়া হয়েছে গত ৬-১১ সেপ্টেম্বর সন্ধে ৬টা পর্যন্ত। কিন্তু ৭ তারিখে সার্ভারের কিছু সমস্যার কারণে অনেকে চ্যালেঞ্জ জনানোর সুযোগ পাননি বলে অভিযোগ। সে কারণে আজ ১২ তারিখ সন্ধে ৬টা পর্যন্ত সুযোগ বাড়ানো হল। তারিখ বাড়ানোর ঘোষণা দেখা যাবে এই লিঙ্কে: https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/MTS_2019_key_extension_11092019.pdf

আন্সার-কি, উত্তরপত্র ও চ্যালেঞ্জ জানানোর জন্য এই লিঙ্ক: http://vacancycollection.nic.in/challengesystem/index.jsp