স্টাফ সিলেকশন কমিশনের ২০১৯-এর মাল্টিটাস্কিং স্টাফ (নন-টেকনিক্যাল) নিয়োগের পেপার-ওয়ানের কম্পিউটারভিত্তিক পরীক্ষার ফল বেরোল। পেপার-ওয়ানের চূড়ান্ত আন্সার-কি-ও প্রকাশিত হল। উত্তরপত্রের মূল্যায়ন অর্থাৎ ফলাফল নির্ধারিত হয়েছে ওই আন্সার-কির ভিত্তিতে। দুই বয়স গ্রুপের (১৮-২৫, ১৮-২৭) ক্যাটেগরিভিত্তিক কাট-অফ মার্কসও সঙ্গে দেওয়া হয়েছে। পরীক্ষা হয়েছিল দেশ জুড়ে বিভিন্ন কেন্দ্রে ১৩ দিন ধরে গত ২-২২ আগস্ট বিভিন্ন ব্যাচে ভাগ করে। মোট ৩৮.৫৮ লক্ষ আবেদনকারীর মধ্যে পরীক্ষা দিয়েছিলেন ১৯ লক্ষ ১৯ হাজার ৪ জন।পেপার-টুতে বসার জন্য সফল হয়েছেন ১৮-২৫ বয়স গ্রুপের শূন্যপদের জন্য ৮৪৭৭৮ জন, ১৮-২৭ বয়সগ্রুপের শূন্যপদের জন্য ২৬৩৮৪ জন। সফল প্রার্থীদের তালিকা ও নির্দেশাবলি সহ ৫ নভেম্বরের এই বিজ্ঞপ্তি (F. No. 7/2/2019-C-1/2) দেখা যাবে এই লিঙ্কে:
চূড়ান্ত আন্সার-কি সহ সংশ্লিষ্ট প্রশ্নপত্র দেখা যাবে, প্রিন্ট-আউটও নেওয়া যাবে ৪ ডিসেম্বর পর্যন্ত, এই ওয়েবপেজের বিজ্ঞপ্তির (F. No. 7/02/2019-C-1/2) শেষে দেওয়া লিঙ্ক থেকে:
https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/final_answer_key_mts19_05112019.pdf