স্টাফ সিলেকশনের সিজিএল ২০১৭ টিয়ার-টু ফল বেরোল

932
1

স্টাফ সিলেকশন কমিশনের ২০১৭-র কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল (টিয়ার-টু) এগজামিনেশন-এর ফল বেরোল। বিজ্ঞপ্তি নম্বর File No.18/01/2017-C-1. কম্পিউটার ভিত্তিক ওই পরীক্ষা নেওয়া হয়েছিল ১৭-২২ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে, কয়েকটি কেন্দ্রে আবার পরীক্ষা নেওয়া হয় ৯ মার্চ ২০১৮ তারিখে। টিয়ার-ওয়ান ও টিয়ার-টু-এ পাওয়া নম্বর অনুযায়ী সম্মিলিত মেধার ভিত্তিতে তৈরি হয়েছে টিয়ার-থ্রিতে বসার জন্য উত্তীর্ণ প্রার্থীদের তালিকা। টিয়ার-থ্রিতে বসতে পারবেন অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার ও অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার পদের জন্য ৩৭১৯ জন, জুনিয়র স্ট্যাটিস্টিকাল অফিসার পদের জন্য ৪৮৫০ জন, অন্যান্য পদের জন্য ৪৬৪২০ জন। এই তিন তালিকায় অনেকে আছেন যাঁরা একাধিক পর্যায়ের পদের প্রার্থী হিসাবে পরীক্ষা দিয়েছিলেন (তাঁদের অবশ্য একবারই টিয়ার-থ্রি পরীক্ষা দিতে হবে), সেই একাধিক অর্থাৎ দ্বৈত হিসাব বাদ দিয়ে টিয়ার-থ্রিতে বসতে পারবেন মোট ৪৭৩০০ জন। টিয়ার-থ্রি পরীক্ষা হবে ৮ জুলাই ২০১৮ তারিখে, তার বিশদ নির্ঘন্ট যথাসময়ে জানানো হবে কমিশনের আঞ্চলিক অফিসগুলি থেকে। টিয়ার-থ্রিতে কারা বসতে পারবেন তার তালিকা দেখা যাবে এই লিঙ্কে ক্লিক করে: http://ssc.nic.in/SSC_WEBSITE_LATEST/results/results_pdf/cgl17_LIST_1_060618.pdf

ফলাফল প্রকাশের বিশদ বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে ক্লিক করে: http://ssc.nic.in/SSC_WEBSITE_LATEST/results/results_pdf/write_up_CGL_2017_Tier_II_060618.pdf