স্টাফ সিলেকশনের সিলেকশন পোস্টের সফল প্রার্থীদের রেজিস্টার্ড অনলাইন আবেদনের প্রিন্ট-আউট লিঙ্ক

653
0
SSC Stenographer Recruitment 2023

স্টাফ সিলেকশন কমিশনের ২০১৯-এর সিলেকশন পোস্টস (৭ম পর্যায়)-এর মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও গ্র্যাজুয়েশন লেভেল যোগ্যতার কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষার ফল বেরিয়েছে গত ১৮ ফেব্রুয়ারি (https://jibikadishari.co.in/?p=14737)। বলা হয়েছিল, সফল প্রার্থীদের রেজিস্টার্ড আবেদনপত্রের প্রিন্ট-আউট অন্যান্য প্রাসঙ্গিক প্রমাণপত্রের স্বপ্রত্যয়িত নকল সহ আগামী ১৩ মার্চের মধ্যে দাখিল করতে হবে কমিশনের আঞ্চলিক অফিসে। যাঁরা আগে প্রিন্ট-আউট নেননি তাঁদের সুবিধার জন্য প্রিন্ট-আউট নেবার সুযোগ আবার দেওয়া হচ্ছে। কমিশনের ওয়েবসাইটে দেওয়া লগইন করার লিঙ্কে (www.ssc.nic.in) নিজের রেজিস্টার্ড আইডি ও পাসওয়ার্ড দিয়ে ঢুকে নিতে পারেন প্রিন্ট-আউট। কমিশনের ২০ ফেব্রুয়ারির এই ঘোষণা দেখা যাবে এই লিঙ্কে: https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/Short_Notice_20022020.pdf