স্টাফ সিলেকশনের স্টেনোগ্রাফার নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ পিছোল

659
0

স্টাফ সিলেকশন কমিশনের ২০১৭-র স্টেনোগ্রাফার গ্রেড সি অ্যান্ড ডি এগজামিনেশনের স্কিল টেস্টের ফল কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছিল গত ২৮ নভেম্বর, তারপর একটি বাড়তি তালিকা প্রকাশিত হয় ১০ ডিসেম্বর।

ইতিমধ্যে স্কিল টেস্টের মূল্যায়ন বিষয়ে কিছু পরীক্ষার্থী অভিযোগ জানান, তার পরিপ্রেক্ষিতে কমিশন স্কিল টেস্টের মূল্যায়নের সব দিক নতুন করে খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে। তাই পরীক্ষার চূড়ান্ত ফল পূর্বঘোষণা মতো আগামী ২৮ ডিসেম্বর প্রকাশিত হবে না। এবিষয়ে পরবর্তী ঘোষণা যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে জানা যাবে। স্কিল টেস্টের পুনর্মূল্যায়ন বিষয়ে এই বিজ্ঞপ্তি (File No. 11/1/2017 – C-I/2) দেখা যাবে এই লিঙ্কে:

https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/result_steno_18122018.pdf