Site icon জীবিকা দিশারী

স্টাফ সিলেকশনের স্টেনো নিয়োগের ৫ ফেব্রুয়ারির ১ম শিফটের পরীক্ষা বাতিল, আবার হবে ৮ ফেব্রুঃ

Folafal Final Pic

স্টাফ সিলেকশন কমিশনের স্টেনোগ্রাফার গ্রেড ‘সি’ ও ‘ডি’ নিয়োগের ২০১৮-র এগজামের ৫ ফেব্রুয়ারির বেলা ১০টা থেকে ১২টা পর্যন্ত প্রথম শিফটের পরীক্ষা বাতিল করা হয়েছে, পরীক্ষার্থীদের কনসোলে ইলেক্ট্রনিক ক্যালকুলেটর অনিচ্ছাকৃতভাবে চালু হয়ে যাবার কারণে। যাঁরা পরীক্ষা দিয়েছেন তাঁদের জন্য ওই পরীক্ষা নতুন করে হবে আগামী ৮ ফেব্রুয়ারি।

কমিশনের ৫ ফেব্রুয়ারি তারিখের এই বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে: https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/stenonotice_05022019.pdf

Exit mobile version