স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষার শূন্যপদ কোথায় কত

622
0
SSC Stenographer Recruitment 2023

স্টাফ সিলেকশন কমিশনের ২০১৭-র হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষার মাধ্যমে কেবল এলডিসি/জেএসএ-র শূন্যপদের হিসাব জানা গেছে। ২৮ মার্চ পর্যন্ত পাওয়া শূন্যপদের খতিয়ান প্রকাশ করা হয়েছে। মোট শূন্যপদ ৫৯১৪-র মধ্যে এলডিসি/জেএসএ/জেপিএ-র ২৬৫১, পোস্টাল/সর্টিং অ্যাসিস্ট্যান্ট ৩২২২, ডেটা এন্ট্রি অপারেটর ৪১। এলডিসি/জেএসএ-র কোন মন্ত্রক/বিভাগ/দপ্তরে কোন ক্যাটেগরির শূন্যপদ কত তা জেনে নিতে পারেন। এই লিঙ্কে ক্লিক করে:

https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/TentativeVacancy_CHSL2017-11072019.pdf