স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি লেভেল দ্বিতীয় পত্রের স্কোর

899
0
SSC Stenographer Recruitment 2023

স্টাফ সিলেকশন কমিশনের ২০১৮-র কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল (১০+২) টিয়ার-টু পরীক্ষার ফল বেরিয়েছে গত ২৫ ফেব্রুয়ারি (আমাদের পোর্টালে সে খবর ছিল https://jibikadishari.co.in/?p=14852 লিঙ্কে), যাঁরা পেপার-টু পরীক্ষা দিয়েছিলেন তাঁদের মার্কশিট আপলোড করা হল। নিজেদের রেজিস্ট্রেশন/রোল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে নম্বর জানা যাবে আগামী ১ এপ্রিল পর্যন্ত। কমিশনের ওয়েবপেজে (https://ssc.nic.in/)। কমিশনের ২ মার্চের এই বিজ্ঞপ্তি (F.No. 11/1/2019-C-1/1) দেখা যাবে এই লিঙ্কে: https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/CHSL2018_tier2marks_02032020.pdf