স্টাফ সিলেকশনের হিন্দি অনুবাদক ইত্যাদি নিয়োগ পরীক্ষার ১ম পত্রের ফল প্রকাশ

633
0
SSC CHSL, SSC CHSL 2017, SSC CHSL Result

স্টাফ সিলেকশন কমিশনের ২০১৮-র জুনিয়র হিন্দি ট্র্যানস্লেটর, জুনিয়র ট্র্যানস্লেটর, সিনিয়র হিন্দি ট্র্যানস্লেটর অ্যান্ড হিন্দি প্রধ্যাপক নিয়োগ পরীক্ষার পেপার-ওয়ানের সফল প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।

বিভিন্ন ক্যাটেগরির কাট-অফ মার্কসও জানানো হয়েছে। কমিশনের ওয়েবসাইটে (https://ssc.nic.in/) এই তালিকা দেখা যাবে।

পরীক্ষা দিয়েছিলেন ১৫,৫৭৩ জন, পেপার-টুতে বসার জন্য উত্তীর্ণ হয়েছেন ২০৪১ জন।

পেপার-টু-র ডেস্ক্রিপ্টিভ পরীক্ষা হবে আগামী ২৬ মে।

ফল প্রকাশ সংক্রান্ত এই বিজ্ঞপ্তি (17/1/2018-C-1/1 ) দেখা যাবে এই লিঙ্কে: https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/jht_2018_paper_I_write_up_22032019.pdf