স্টাফ সিলেকশনের ২০১৭-র কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষার চূড়ান্ত ফল

1311
0
SSC CHSL, SSC CHSL 2017, SSC CHSL Result

স্টাফ সিলেকশন কমিশনের ২০১৭ সালের কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষার চূড়ান্ত ফল ঘোষণা করা হল। টিয়ার-টুর ফল বেরিয়েছিল গত ১০ মে, তাতে ৩৩৯৬৬ জন সফল হয়েছিলেন স্কিল টেস্টে  বসার (টিয়ার-থ্রি) ও ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। ডকুমেন্ট ভেরিফকেশনের জন্য উপস্থিত হয়েছিলেন ২১১০৩ জন। চূড়ান্ত ভাবে সফল হয়ে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক/জেএসএ/জেপিএ পদে ২৬৪৬, পোস্টাল/সর্টিং অ্যাসিস্ট্যান্ট পদের জন্য ৩২২২ ও ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য ৬ জনকে। স্কিল টেস্টের কাট-অফ মার্কস ও কতজনকে কোন বিভাগ/দপ্তরে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে, ক্যাটেগরি ভিত্তিক শেষ প্রার্থীর অবস্থানও (টিয়ার-ওয়ান, টিয়ার-টু, মোট) প্রকাশ করা হয়েছে। কোনো অসঙ্গতি ধরা পড়লে ফলপ্রকাশের একমাসের মধ্যে তা কমিশনকে জানাতে হবে। নিয়োগ কর্তৃপক্ষ এক বছরের মধ্যে কোনো চিঠিপত্র না দিলেও তারপর অবিলম্বে সেই দপ্তরকে জানাতে হবে। প্রার্থীদের প্রাপ্ত নম্বর কমিশনের ওয়েবসাইটে দেওয়া হবে কিছুদিনের মধ্যে। স্টাফ সিলেকশন কমিশনের ২০ ডিসেম্বরের এই বিজ্ঞপ্তি (No. 11/01/2017-C-1/1) দেখা যাবে এই লিঙ্কে: https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/writeup_chsl17_20122019.pdf

 

 

 

 

SSC CHSL, SSC CHSL 2017, SSC CHSL Result