স্টাফ সিলেকশনের ২০১৯ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল শূন্যপদের সংখ্যা

597
0
SSC Stenographer Recruitment 2023

স্টাফ সিলেকশন কমিশনের ২০১৯ সালের কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি (১০+২) লেভেল এগজামিনেশনের বিজ্ঞপ্তির একটি সংযোজনীতে জানানো হয়েছে, এই পরীক্ষার জন্য মোট শূন্যপদ ৪৮৯৩টি (এলডিসি/জেএসএ/জেপিএ ১২৬৯, পিএ/এসএ ৩৫৯৮, ডিইও ২৬)। কোন মন্ত্রক/দপ্তর/বিভাগে শূন্যপদ কত এবং তার ক্যাটেগরি ভিত্তিক সংরক্ষণ কত তাও জানা যাবে ৭ জানুয়ারি তারিখের এই সংযোজনীতে (F.No.3-6/2019-P&P-I (Vol.I)। এই লিঙ্কে:https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/Addendum%20CHSL-2019_07012020.pdf