Site icon জীবিকা দিশারী

স্টাফ সিলেকশন কমিশনের আওতায় রইল না হিন্দি প্রাধ্যাপক নিয়োগের পরীক্ষা

SSC Constable GD

স্টাফ সিলেকশন কমিশনের ২০১৯-এর জুনিয়র হিন্দি ট্র্যানস্লেটর, জুনিয়র ট্র্যানস্লেটর, সিনিয়র হিন্দি ট্র্যানস্লেটর অ্যান্ড হিন্দি প্রাধ্যাপক নিয়োগ পরীক্ষার মধ্যে হিন্দি প্রাধ্যাপকের পদটির উন্নতি ঘটিয়ে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (ল্যাঙ্গুয়েজ), লেভেল-১১ (পেব্যান্ড-৩, পে ম্যাট্রিক্স- ১৫৬০০-৩৯১০০ টাকা, গ্রেড পে ৫৪০০ টাকা) করেছেন সংশ্লিষ্ট নিয়োগ কর্তৃপক্ষ (কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্ট অব অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ-এর অধীন সেন্ট্রাল হিন্দি ট্রেনিং ইনস্টিটিউট)। সেই পরিপ্রেক্ষিতে ওই পদে নিয়োগের পরীক্ষা আর স্টাফ সিলেকশন কমিশনের আওতায় রইল না। তাই ওই পদ সংক্রান্ত অংশ কমিশনের বিজ্ঞপ্তি থেকে বাদ দেওয়া হল। কমিশনের ২১ নভেম্বরের এক বিজ্ঞপ্তিতে (File No. 10/2/2019-P&P-II) একথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি দেখা যাবে এই লিঙ্কে: https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/FinalCorrigendumofJHT-2019_21112019.pdf

Exit mobile version