স্টেট ব্যাঙ্কের ক্ল্যারিকাল নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল বেরোল

630
0
SBI PO Result Out

স্টেট ব্যাঙ্কের ক্ল্যারিক্যাল (জুনিয়র অ্যাসোশিয়েটস-কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস) নিয়োগ পরীক্ষার (Advertisement No. CRPD/CR/2019-20/03)  চূড়ান্ত ফল বেরোল।মূল পর্বের পরীক্ষা হয়েছিল গত ১০ আগস্ট ও ২০ সেপ্টেম্বর। সফল প্রার্থীদের এসএমএস করেও তাঁদের ফল জানানো হচ্ছে। পরবর্তী নির্দেশ পাবেন স্টেটব্যাঙ্কের আঞ্চলিক অফিসগুলি থেকে। এরপর প্রাসঙ্গিক আনুষ্ঠানিকতাগুলি ছাড়াও অঞ্চলিক ভাষাদক্ষতার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সফল প্রার্থীদের রোলনম্বরের তালিকা দেখা যাবে এই লিঙ্কে:

https://sbi.co.in/webfiles/uploads/files/careers/301020191250_SCO_FINAL_RESULT_03.pdf