স্টেট ব্যাঙ্কের প্রবেশনারি অফিসার নিয়োগ মেইন এগজামের ফল

1191
0
Folafal Final Pic

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার বিজ্ঞপ্তি নম্বর CRPD/PO/2018-19/01 অনুসারে প্রবেশনারি অফিসার নিয়োগের মেইন এগজামের ফল বেরিয়েছে।

পরীক্ষা হয়েছিল গত ৪ আগস্ট।

সফল প্রার্থীদের তৃতীয় পর্যায়ে গ্রুপ এক্সার্সাইজ ও ইন্টারভিউ ইত্যাদির সূচি যথাসময়ে জানানো হবে এসএমএস বা ইমেল করে।

মেইন এগজামের সফল প্রার্থীরা ফল দেখতে পাবেন এই লিঙ্কে: https://www.sbi.co.in/webfiles/uploads/files/1531749538285_SBIPO1819_MAIN_EXAM_RESULT.pdf