স্টেট ব্যাঙ্কে প্রবেশনারি অফিসার নিয়োগের ইন্টারভিউ কললেটার ডাউনলোড

990
0
SBI PO Result Out

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় ২০০০ প্রবেশনারি অফিসার নিয়োগের লিখিত পরীক্ষার সফল প্রার্থীদের গ্রুপ এক্সারসাইজ ও ইন্টারভিউয়ের কললেটার আপলোড করা হয়েছে। নিজের রেজিস্ট্রেশন নম্বর/রোল নম্বর, পাসওয়ার্ড/জন্মতারিখ দিয়ে, নিরাপত্তা কোড (ক্যাপচা) টুকে দিয়ে লগইন করে ডাউনলোডের লিঙ্ক পেয়ে যাবেন। কোনো সমস্যা হলে কী করবেন তার নির্দেশও পেজের বাঁদিকে দেওয়া আছে। ডাউনলোড করে তার প্রিন্ট-আউটই ব্যবহার করতে হবে, আলাদাভাবে কিছু দেওয়া হবে না। আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত কললেটার ডাউনলোড করা যাবে। লিঙ্ক পাবেন এই পেজে:

https://ibpsonline.ibps.in/sbiposmar19/clinta_sep19/login.php?appid=90189302c9c6144fd8db4f55fec2e549