হাইকোর্টের ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের ১ম পর্যায়ের পরীক্ষার ফল

758
0
Folafal Final New

কলকাতা হাইকোর্টের অ্যাপেলাইট সাইডে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের জন্য বিজ্ঞপ্তি নং 1855-RG dated, the 30th April, 2013  ও Employment Notice dated 9th February, 2009 অনুযায়ী গত ৭ এপ্রিল যে ওএমআর ভিত্তিক পরীক্ষা হয়েছিল তার ৩৫৭ জনের মেধাতালিকা প্রকাশিত হয়েছে। ৫০ জন সফল হয়েছেন দ্বিতীয় পর্যায়ের কী-ডিপ্রেশন টেস্টের জন্য। সেই পরীক্ষা হবে আগামী ১৫ জুন বেলা ১০-৩০ থেকে। তাতে আগের পরীক্ষার মূল অ্যাডমিট কার্ডই ব্যবহার করতে হবে। ফলাফল দেখা যাবে এই লিংকে: http://www.calcuttahighcourt.gov.in/Notice-Files/recruiment-notice/2132