হাইকোর্ট গ্রুপ-ডি পরীক্ষার স্কোর কার্ড, দেওয়া হয়েছে একটি প্রশ্নের পুরো নম্বরও

1181
0
Nadia, Nadia Recruit, Nadia Jobs, WB Jobs

কলকাতা হাইকোর্টে গ্রুপ-ডি পদের ২০১৮-র পরীক্ষার স্কোরকার্ড প্রার্থীরা দেখতে পারেন। প্রসঙ্গত, ওই পরীক্ষা যাঁরা দিয়েছেন তাঁদের সবাইকে ২ নম্বর দেওয়া হবে, এই প্রশ্নোত্তরের জন্য: Q. Which of these is not a State? a) Andaman & Nicobar b) Puducherry c) Delhi d) Goa.

ওই প্রশ্নে যিনি যে উত্তরই করে থাকুন, তাঁকে ওই দুই নম্বর দেওয়া হবে। একথা জানানো হয়েছে এই লিঙ্কের ঘোষণায়: http://www.calcuttahighcourt.gov.in/Notice-Files/recruiment-notice/1850.

স্কোরকার্ড দেখা যাবে নিচের লিঙ্কে নিজের রোল নম্বর ও জন্মতারিখ দিয়ে লগইন করে:

https://www.i-register.co.in/chcscorecardlive18/frmQPLogin.aspx