হাওড়া ও কলকাতার ২ স্কুলে চাকরি

852
0

হাওড়ার স্কুলে চাকরি

ডেপুটেশন ভ্যাকান্সিতে কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার অ্যাপ্লিকেশনে পোস্ট গ্র্যাজুয়েশন ট্রেনিংপ্রাপ্ত তপশিলি উপজাতি অ্যাসিস্ট্যান্ট টিচার চাই। যাবতীয় প্রমাণপত্রাদি সহ ৭ মার্চ ২০১৯ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: Jagatpur Adarsha Vidyalaya, PO Brindabanpur, PS Uluberia, Howrah 711316.

 

কলকাতার স্কুলে চাকরি

স্থায়ী ভ্যাকান্সিতে পাঁচ জন অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হবে। ১) বাংলায় বিএ, বিএড। ২) ইংরেজিতে বিএ, বিএড। ৩) পিওর সায়েন্সে বিএ, বিএড। ৪) ইতিহাসে বিএ, বিএড। ৫) ম্যাথমেটিক্সে বিএসসি, বিএড। এছাড়াও ডেপুটেশন ভ্যাকান্সিতে বায়ো সায়েন্স বিএসসি বিএড একজন অ্যাসিস্ট্যান্ট টিচার চাই। বায়োডেটা, এপিক কার্ড, আধার কার্ড ও যাবতীয় প্রমাণপত্রাদির এক কপি স্ব-প্রত্যয়িত জেরক্স সহ ১১ মার্চ ২০১৯ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: The Secretary, Keorapukur UCNI Girls’ High School, PO Haridevpur, Pin 700082.