হাওড়ায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, প্রোগ্র্যাম অ্যাসিস্ট্যান্ট

1104
0
ignou job vacancy 2023

হাওড়া জেলায় এমজিএনআরইজিএ প্রকল্পের জন্য চুক্তির ভিত্তিতে কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট এবং প্রোগ্র্যাম অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর  2569/159/SE/MGNREGA (PT-111), Dt – 11.12.2017

শূন্যপদ: কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট ১টি, প্রোগ্র্যাম অ্যাসিস্ট্যান্ট ১টি।

 

শিক্ষাগত যোগ্যতা:

কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট— উচ্চমাধ্যমিক যোগ্যতা এবং স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ৬ মাসের কম্পিউটার ট্রেনিং ও প্রতি ঘণ্টায় ৬০০০ কি ডিপ্রেশন স্পিড থাকতে হবে।

প্রোগ্র্যাম অ্যাসিস্ট্যান্ট— ফিজিক্স ও ম্যাথস সহ বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক পাশ এবং স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্তত ৬ মাসের কম্পিউটার ট্রেনিং কোর্স।

 

বয়সসীমা: ১ ডিসেম্বর, ২০১৭ অনুযায়ী ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।

বেতন: দুটি পদের জন্যই বেতন মাসে মোট ১১,৯৯০ টাকা।

 

আবেদন পদ্ধতি : ২৬ ডিসেম্বর, ২০১৭-এর মধ্যে অনলাইন আবেদন করতে হবে। অনলাইনে ১০ থেকে ২০ কেবি মাপের ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে। অনলাইনে আবেদন করা হয়ে গেলে রেজিস্ট্রেশন নম্বর সহ আবেদন পত্রের প্রিন্ট-আউট নিয়ে নেওয়া যাবে, নিয়ে যত্ন করে রাখবেন।

পরীক্ষা:  ৫০ নম্বরের লিখিত পরীক্ষা, ৪০ নম্বরের কম্পিউটার দক্ষতা পরীক্ষা এবং ১০ নম্বরের পার্সোন্যালিটি টেস্ট হবে। লিখেগিত পরীক্ষা হবে ১৪ জানুয়ারি, ২০১৮। অ্যাডমিট কার্ড ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে।

 

আবেদনের লিঙ্ক – http://howrahzilaparishad.in/examination/Advertisement.html